নিউজিল্যান্ডকে হারিয়ে, বাংলাদেশ অধিনায়কের বার্তা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ড 'এ' দলকে হারিয়েছে বাংলাদেশ 'এ' দল। সিলেটের মাটিতে আজ সোমবার ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। বড় জয়ের পর বোলারদের আলাদা করে প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক।

সোহান বলছিলেন, ‘দেখুন, আমি টসের সময় বলেছিলাম আমার কাছে মনে হয় সঠিক চ্যানেলে শুরু করাটা গুরুত্বপূর্ণ। খালেদ এবং শরিফুল প্রথম বল থেকেই একদম সঠিক চ্যানেলে বোলিং করেছে।'
'আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম ওইভাবে করার চেষ্টা করেছি। উইকেট অবশ্যই অনেক ভালো ছিল কিন্তু প্রথম ৫-৬ ওভারে আমার কাছে মনে হয় একটু ময়েশ্চার ছিল, ওইটা কাজে লাগাতে পেরেছি আমরা ভালো মতো।'-যোগ করেন তিনি।

তবে দল হিসেবে খেলেই ভালো করেছে বাংলাদেশ। সোহান বলেন, 'আমার মনে হয় দল হিসেবে খেলাটা...(গুরুত্বপূর্ণ)। সবসময় যেটা বলে এসেছি বোলিং ইউনিট অবশ্যই কাজটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। সবমিলিয়ে যদি বলেন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—আমরা যেহেতু ৭ উইকেটে জিতেছি, দল হিসেবে আমরা ভালো করতে পেরেছি। আজকে যে ভুলগুলো ছিল পরের ম্যাচে যেন আরও গুছিয়ে উঠতে পারি এবং অবশ্যই চেষ্টা করব যাতে দল হিসেবে খেলতে পারি।’
‘গতকালও আমি বলেছি আমরা এখানে শিখতে আসিনি, আমরা ম্যাচ জিততে এসেছি। এবং ম্যাচ জেতার যতটুুকু এফোর্ট দেয়া লাগবে—অবশ্যই খেলায় হার-জিত থাকবে। একই সঙ্গে ম্যাচ জেতার মানসিকতা নিয়ে আমরা সবসময় মাঠে আসতে চাই।’-যোগ করেন তিনি।

জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান সোহান, ‘ওদের ব্যাটিং লাইনআপ যদি দেখেন ওদের দলে কিন্তু দুই-তিনটা অলরাউন্ডার আছে। দল হিসেবে ওরা ভালো এবং আমার কাছে মনে হয় পরের ম্যাচে ওরা আরও শক্তিশালী হয়ে আসবে।'
'অবশ্যই, যেটা বললাম আমরা যাতে আমাদের জায়গা থেকে আরও ভালো করতে পারি। আসলে যেভাবে শুরু করেছি—এরকম একটা শুরু পেলে মোমেন্টামটা ওই দলের দিকে থাকে। অবশ্যই, আমরা চাইবো যাতে ওই মোমেন্টামটা ধরে রাখতে পারি।’-যোগ করেন তিনি। 

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘বিনোদিনী’ হয়ে বাজিমাত, দাদাসাহেব ফালকে ফেস্টিভ্যালে সেরা রুক্মিণী May 06, 2025
img
‘লাইক-কাণ্ডে’ কোহলির সাফাই, রাহুল বৈদ্যর খোঁচা: আমাকেও তো ব্লক করেছে! May 06, 2025
সিএনজি ও মোটরসাইকেলের জন্য খুলে গেলো এক্সপ্রেসওয়ে! May 06, 2025
img
‘এটা আমার এলাকা’ বলেই ভাঙচুর শুরু করেন কলেজ ছাত্রদল সভাপতি May 06, 2025
img
কক্সবাজারে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার May 06, 2025
img
সাংবাদিকদের নামে ঢালাও হত্যা মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত: মাহফুজ May 06, 2025
img
কিয়েভে রাতভর রুশ ড্রোন হামলা, যুদ্ধবিরতির ডাক জেলেনস্কির May 06, 2025
img
ডিবিতে মেঝেতে রাখা হয়েছিল মাহমুদুর রহমানকে! May 06, 2025
img
মেট গালায় ফের একসঙ্গে শাহরুখ-প্রিয়াঙ্কা! পুরনো প্রেম ফিরছে কী? May 06, 2025
img
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ May 06, 2025