দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.১৭ শতাংশ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া এপ্রিল মাসের তথ্য অনুযায়ী, দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৭ শতাংশে দাঁড়িয়েছে, যা মার্চ মাসে ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। একইভাবে, খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি এপ্রিল মাসে ৯ দশমিক ৬১ শতাংশে নেমেছে, মার্চ মাসে এটি ছিল ৯ দশমিক ৭০ শতাংশ।

গত বছরের এপ্রিল মাসে দেশের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। এবার এপ্রিল মাসে তা ৮ দশমিক ৬৩ শতাংশে কমেছে, যা মার্চ মাসে ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ।

একমাত্র খাদ্যপণ্যের দাম কমে যাওয়ার কারণে এই মূল্যস্ফীতির হ্রাস হয়েছে, বিশেষত আলু, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি ও মসলার দাম কমেছে। পাশাপাশি, বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালী খরচ, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং অন্যান্য সেবাখাতের মূল্যস্ফীতির হারও কমেছে।

Share this news on: