মন্দিরে ওড়না মাথায় উর্ফী !

নেটপাড়ার আলোচনার কেন্দ্রে থাকতে ভালবাসেন উর্ফী জাভেদ। ব্যতিক্রমী ও খোলামেলা পোশাকের জন্য বার বার চর্চায় উঠে আসেন তিনি। কিন্তু এ বার অন্য কারণে ফের চর্চায় উর্ফী। আধ্যাত্মিকতা নিয়ে আগেও কথা বলেছেন তিনি। এ বার উর্ফী পৌঁছে গেলেন মুম্বইয়ের বাবুলনাথ মন্দিরে।

এই মন্দিরের সিঁড়িতে উঠতে হয় হাঁটু গেড়ে। উর্ফীও সেই একই কায়দায় মন্দিরের সিঁড়ি দিয়ে ওঠেন। পরনে ডেনিম প্যান্ট ও টিশার্ট, মাথায় একটি কালো ওড়না জড়িয়ে নেন উর্ফী। এই বেশেই তাঁকে মন্দিরে প্রবেশ করতে দেখা যায়। মন্দিরে যাওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে তিনি লেখেন, “বাবুলনাথ মন্দিরে হাঁটু গেড়ে উঠলাম। তবে অসুবিধা হচ্ছিল ওড়নার জন্য।”

এই প্রথম নয়। এর আগেও কষ্ট করে মন্দিরদর্শনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৫ সালের জানুয়ারি মাসে উর্ফী জানিয়েছিলেন, রাজস্থানের কম্বেশ্বর মহাদেব মন্দিরে পৌঁছোতে গিয়ে তাঁকে ৪০০ সিঁড়ি ভেঙে উঠতে হয়েছিল। সেই মন্দিরে প্রার্থনারত অবস্থায় ছবি তুলে ভাগ করে নিয়েছিলেন উর্ফী। এই ছবিতে এক দিকে যেমন অনুরাগীদের তরফ থেকে প্রশংসা এসেছিল, অন্য দিকে ভিন্‌ধর্মে পুজো করায় তাঁর দিকে কটাক্ষও ধেয়ে এসেছিল।

ধর্ম নিয়ে উর্ফী বলেছিলেন, “আমার বাবা খুবই রক্ষণশীল একজন মানুষ ছিলেন। আমার যখন ১৭ বছর বয়স, তখন তিনি আমাকে ও আমার ভাইবোনদের মায়ের কাছে রেখে ছেড়ে চলে যান। আমার মা খুবই ধার্মিক মানুষ। কিন্তু কখনওই আমার উপরে ধর্ম চাপিয়ে দেননি। আমার ভাইবোনেরা ইসলাম মেনে চলেন। আমি মানি না। কিন্তু আমাকে কখনও জোর করা হয়নি। এমনই তো হওয়া উচিত। নিজের ধর্ম কখনওই আপনি স্ত্রী-সন্তানের উপর চাপিয়ে দিতে পারেন না। মন থেকে আসা উচিত সব। তা না হলে আপনি বা আল্লাহ কেউই খুশি হবেন না।”

টিকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই সামিট May 06, 2025
img
ছাত্রীকে কুপ্রস্তাব, প্রধান শিক্ষককে গণধোলাই May 06, 2025
img
হাইকোর্টে রুল: শ্যামল দত্তকে কেন জামিন দেওয়া হবে না May 06, 2025
img
রাখাইনের প্রশাসনে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ : নিরাপত্তা উপদেষ্টা May 06, 2025
img
অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধে সুপারহিট ছবি, এখন সিকিউরিটি গার্ড! May 06, 2025
img
এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান পদে নিযুক্ত হলেন আদীব May 06, 2025
img
একই দিনে চার দেশে হামলা, গাজায় নিহত আরও ৫ — বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া May 06, 2025
মস্কোতে টানা ড্রোন হামলা! বন্ধ ৪ বিমানবন্দর May 06, 2025
img
অবশেষে ৩ বছর পর যুক্তরাজ্য-ভারতের ‘যুগান্তকারী’ বাণিজ্য চুক্তি চূড়ান্ত May 06, 2025
img
তবে কি চার দিন পরই পাক-ভারত যুদ্ধ May 06, 2025