সিনে দুনিয়া এক অদ্ভুত জায়গা। মুম্বইয়ে পা দিলে কারও স্বপ্নপূরণ হয়, তো কেউ কেউ সাফল্যের সিঁড়িতে অল্প উঠেই রাতারাতি মাটিতে মুখ থুবরে পড়েন। কেউ যেমন রাতারাতি সাফল্যও দেখেন, কেউ আবার রাতারাতি ব্যর্থতা সঙ্গে নিয়ে দূরে চলে যান মায়ানগরীর। এমনই জীবন কাহিনি মুম্বইয়ের এক নিরাপত্তারক্ষীর।
যে এক সময় অক্ষয় কুমারের মতো অভিনেতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন। একসময় অনুরাগ কাশ্যপ, যশরাজ ব্য়ানারে তৈরি ছবিতেও কাজের প্রতিভা দেখিয়েছেন। সে এখন সিনেমার পর্দা ছেড়ে নিরাপত্তারক্ষী হয়ে দিন কাটাচ্ছেন। স্বপ্ন হয়তো তাঁর পূরণ হয়নি। কিন্তু স্বসম্মানে নিজের পেশাকে নিয়েই রয়েছেন। কে সেই অভিনেতা?
অভিনেতার নাম সবী সুধি। কেরিয়ার শুরুতেই অক্ষয়ের সঙ্গে ছবি করেন সবী। অক্ষয়ের সঙ্গে পাতিয়ালা হাউজ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। প্রশংসাও পেয়েছিলেন সবী। এরপর গুলাল, বেওকুফিয়া ছবিতেও দুরন্ত অভিনয় করেন তিনি। রাতারাতিই ব্যস্ত হয়ে যান ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
এক সংবাদমাধ্যমে সবী জানিয়েছিলেন, অনুরাগ কাশ্যপের পাঁচ ছবিতে অভিনয় করেছিলেন। তবে সেই ছবি মুক্তি পায়নি। তারপর অনুরাগেরই ব্ল্যাক ফ্রাইডে ছবিতে পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করেন।
লখনউয়ের ছেলে সবী। মুম্বইয়ে এসেছিলেন অভিনয় করার স্বপ্ন নিয়েই। স্বপ্ন পূরণ সবে শুরু হয়েছিল। আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সবী। অসুস্থতার কারণে একের পর এক সিনেমার অফার ছাড়তে থাকেন। রাতারাতিই হারিয়ে যান সবী। তবে জীবনকে তো চালাতে হবে। তাই একটু সুস্থ হতেই নিরাপত্তীরক্ষীর কাজ শুরু করেন। জানা গিয়েছে, বলিউডের কয়েকজন অভিনেতা ফের সবীকে পর্দায় ফেরানোর চেষ্টা করছেন। যার মধ্যে রয়েছেন রাজ কুমার রাও।
এমআর/টিএ