চলতি বছরের এপ্রিল মাসে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৬১০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬২৮ জন, আহত হয়েছেন ১২০৭ জন। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
মঙ্গলবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান। তাদের দুর্ঘটনা মনিটরিং সেল দেশের বিভিন্ন গণমাধ্যম পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে সড়কপথে ৫৬৭টি দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত ও ১২০২ জন আহত হন। রেলপথে ৩৫টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৫ জন আহত এবং নৌপথে ৮টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন।
সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে চট্টগ্রাম বিভাগে—১৩৮টি দুর্ঘটনায় নিহত ১৩৬ জন, আহত ৩৭৭ জন। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে, যেখানে ২৮টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে মোটরসাইকেল দুর্ঘটনাকে আলাদাভাবে তুলে ধরা হয়েছে। এপ্রিল মাসে ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন।