এসএসসির ১২তম দিনে নকলের দায়ে বহিষ্কার ১৭ শিক্ষার্থী

সারাদেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার ১২তম দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে স্কুলের শিক্ষার্থী চারজন, মাদ্রাসার শিক্ষার্থী ৭ জন এবং ভোকেশনাল বা কারিগরির শিক্ষার্থী ৬ জন। আর একই দিন মোট তিন হাজার ৫৭৩টি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থী ৯ হাজার ৯৪২ জন।আজ (মঙ্গলবার) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এসব বিষয়ে জানা গেছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আজকের পরীক্ষায় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৮ লাখ ৩০ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ৯টি শিক্ষাবোর্ডে জীববিজ্ঞান (তত্ত্বীয়), মাদ্রাসা শিক্ষাবোর্ডে রসায়ন (তত্ত্বীয়), তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ বিভাগ), তাজভিদ (হিফজুল কুরআন) এবং কারিগরি বোর্ডে ট্রেড-২ (২য় পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর এসব পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা বোর্ডে চার জন, মাদ্রাসা বোর্ডে ৭ জন এবং কারিগরি বোর্ডে ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
 
অনুপস্থিতির হার বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল কারিগরি বোর্ডের পরীক্ষায়। এতে অনুপস্থিতির শতকরা হার ছিল ২ দশমিক ৫২ শতাংশ, মাদ্রাসা বোর্ডে অনুপস্থিতির শতকরা হার ২ দশমিক ৩৬ শতাংশ এবং ৯টি বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ০ দশমিক ৮৭ শতাংশ।
 
প্রসঙ্গত, সারাদেশে ৯টি বোর্ডের অধীনে ২ হাজার ২৮২টি কেন্দ্রে, মাদ্রাসা বোর্ডের অধীনে ৭২৫টি কেন্দ্রে এবং ভোকেশনাল বা কারিগরি বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে একযোগে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রুটিন অনুযায়ী আগামী ১৩ মে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
জাতীয় নিরাপত্তা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক May 07, 2025
img
ভারত-পাকিস্তান ইস্যুতে উদ্বেগ, সামরিক সংযমের আহ্বান জাতিসংঘের May 07, 2025
img
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে, বন্ধ ঘোষণা শ্রীনগর বিমানবন্দর May 07, 2025
img
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮ জন May 07, 2025
img
ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতি করার দাবি পাকিস্তানের May 07, 2025
img
ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন যুবক May 07, 2025
img
বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের ওপর ছাত্রদল নেতার হামলা May 07, 2025
img
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল ৩ May 07, 2025
img
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানীতে বিস্ফোরণ! May 07, 2025
img
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নারীর পাশে দাঁড়াতে হবে : উপদেষ্টা May 07, 2025