চলতি চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাজয়ী দল পাবে ৩৪৪ কোটি ৬৫ লাখ টাকা, আর উপ runners-up দলের জন্য নির্ধারিত হয়েছে ২৫৫ কোটি টাকা। এবারের আসরের মোট প্রাইজমানি আগেরবারের তুলনায় প্রায় ৪০ কোটি ইউরো বেশি, যা তিন ধাপে বিতরণ করা হবে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন দলের অ্যাকাউন্টে জমা হতে পারে সর্বোচ্চ ১৬০০ কোটি টাকা পর্যন্ত। তবে এখন সবার একটাই প্রশ্ন—কে জিতবে শিরোপা? বার্সেলোনা, ইন্টার মিলান, পিএসজি, না আর্সেনাল?
ইউরোপের প্রায় প্রতিটি ক্লাবেরই লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্তপর্বে খেলা। অন্য যে কোনো কিছুর চেয়ে অর্থনৈতিক কারণটাও এখানে মুখ্য। এছাড়া গ্রুপপর্বে যেতে পারলেও কয়েক মিলিয়ন অর্থ ঢোকে ক্লাবগুলোর ব্যাংক অ্যাকাউন্টে। এবার তাদের জন্য থাকছে আরও সুখবর। কেননা আগের বছরের তুলনায় চলতি টুর্নামেন্টের প্রাইজমানি বেড়েছে বহুগুণ। পুরো টুর্নামেন্টের জন্য ২৪৩.৭ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৬৩৪ কোটি টাকা। যা আগের মৌসুমের চেয়ে ৪০ কোটি ইউরো বেশি।
এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি ৫০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৪ কোটি ৬৫ লাখ টাকা। রানার্সআপ দল পাবে এক কোটি ৮৫ লাখ ইউরো (২৫৫ কোটি টাকা)। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুদলের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এক এক কোটি ৫০ লাখ ইউরো (প্রায় ২০৬ কোটি ৭৯ লাখ টাকা)।
আরএ