আজ মিয়ানমারে ফিরছেন সেনা ও বিজিপিসহ ৩৪ জন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যসহ ৩৪ নাগরিককে আজ বুধবার (৭ মে) ফেরত নেবে মিয়ানমার।

কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানোর উদ্যোগ চলছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজিবির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান সোমবার (৬ মে) রাতে সাংবাদিকদের জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পৃথক সময় পালিয়ে এসে ৩৪ জন বিজিপি ও সেনাসহ সাধারণ নাগরিক আশ্রয় নিয়েছিল। তারা বিজিবির হেফাজতে রয়েছেন। তাদের নিতে বুধবার মিয়ানমারের একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে আসবে। সেখানেই তাদের হস্তান্তর প্রক্রিয়া করার উদ্যোগ চলছে।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসান বলেন, বুধবার (৭ মে) মিয়ানমারের ৩৪ নাগরিককে নিতে সে দেশের একটি বিশেষ বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যেহেতু কক্সবাজারে বহির্বিশ্বের সঙ্গে যাত্রী আনা-নেওয়ার ব্যবস্থা নেই। তাই মিয়ানমারের এসব নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থার আলোকে সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের কক্সবাজার আনা হচ্ছে। ওইদিন মিয়ানমারের নাগরিকদের ইমিগ্রেশন কার্যাদি সম্পাদন করে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরান হোসাইন সজীব জানান,এরই মধ্যে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের ৩৪ জনকে ফেরত পাঠানোর একটি তালিকা দিয়েছে। ফেরত পাঠানোদের বিষয়ে স্থানীয় প্রশাসনিক কার্যাদি সম্পাদনের ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর থেকে নিদের্শনা দেওয়া হয়েছে। সে মতে প্রশাসনিক প্রস্তুতি এগিয়ে নিয়ে হচ্ছে।

আগে-তিন দফায় পালিয়ে আসা আরও ৭৫২ জনকে স্বদেশে ফেরত নিয়েছিল মিয়ানমার জান্তা সরকার। সেদেশে কারাভোগ শেষে ফিরেছে ২১৪ বাংলাদেশি। আগের হস্তান্তরে বিনিময় থাকলেও এবার কোনো বিনিময় আছে কি না এ বিষয়ে কোনোকিছু খোলাসা করা হয়নি।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিচারকের স্বাক্ষর জাল করে জামিন, দায়ীদের শনাক্তে তদন্ত শুরু May 08, 2025
img
ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৩১ May 08, 2025
img
চবি শিক্ষার্থী ইস্তেফাজুল ইসলাম নিখোঁজ May 08, 2025
img
এসএসসি পরীক্ষায় উত্তর বলে দেওয়ার অভিযোগে ১০ শিক্ষক গ্রেফতার May 08, 2025
img
যৌতুক ছাড়া বিয়ে, ২০ নবদম্পতিকে সংবর্ধনা দিল জামায়াতে ইসলামী May 08, 2025
img
স্ত্রীকে স্বর্ণ, মাকে দায়িত্ব—চিরকুটে শেষ ইচ্ছা জানিয়ে বিদায় নিলেন এএসপি পলাশ May 08, 2025
img
ভূপাতিত বিমান নিয়ে ভারত নীরব, ‘দ্য হিন্দু’র প্রতিবেদন রহস্যজনকভাবে উধাও May 08, 2025
img
বাংলাদেশের পাকিস্তান সফর এখনই স্থগিত নয় May 07, 2025
img
রোহিতের অবসরে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে May 07, 2025
img
ভারতকে দাঁতভাঙা জবাব দেওয়া হয়েছে, দাবি শেহবাজের May 07, 2025