রাজনৈতিক সহিংসতায় গত এপ্রিল মাসে বিএনপি ও আওয়ামী লীগের মোট ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
মঙ্গলবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এইচআরএসএস জানায়, গত মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে অন্তত ৭৮টি। এতে মোট ৭২৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিএনপির ৮ জন এবং আওয়ামী লীগের ৩ জন রয়েছেন।
এইচআরএসএস বলছে, এপ্রিল মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা কমেছে। মার্চে সহিংসতার ঘটনা ছিল ৯৭টি, যেখানে নিহত হয়েছিলেন ২৩ জন এবং আহত হন অন্তত ৭৫৫ জন।
প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের ৭৮টি রাজনৈতিক সহিংসতার মধ্যে ৩৯টি ঘটনা ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে। এসব ঘটনায় ৭ জন নিহত হয়েছেন এবং ৪৬৭ জন আহত হয়েছেন। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ২৫টি, এতে ৩ জন নিহত ও ২০২ জন আহত হয়েছেন।
এইচআরএসএস আরও বলেছে, গত মাসে বিএনপি-জামায়াতের মধ্যে দুটি সংঘর্ষে আহত হয়েছেন তিনজন। বিএনপি-এনসিপির মধ্যে তিনটি সংঘর্ষে আহত হয়েছেন ছয়জন। আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে তিনটি সংঘর্ষে আহত হয়েছেন চারজন। এনসিপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের চারটি ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। এ ছাড়া আওয়ামী লীগের অন্তঃকোন্দলে তিনটি ঘটনায় ১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এপ্রিলে র্যাবের গুলিতে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। এছাড়া থানা হেফাজতে ১ জনের মৃত্যুর ঘটনাও উল্লেখ করা হয়েছে।
এসএম/টিএ