দেশের সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির আহ্বান এনসিপির

কাশ্মীরের পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারত ও পাকিস্তানে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দুই দেশ। এ নয়ে অস্থিরতা বিরাজ করছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। বিশ্বনেতারও এই হামলার ইস্যুতে প্রতিক্রীয়া জানিয়েছেন।

বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে।

উভয়পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে দেশের সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির আহ্বান জানিয়েছে এনসিপি।

এনসিপির বিবৃতিতে বলা হয়েছে, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, গতকাল দিবাগত রাতে ভারত কর্তৃক পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরো ঘনীভূত করেছে এবং এক ধরনের যুদ্ধাবস্থার সৃষ্টি করেছে। এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় সরাসরি আঘাত করেছে।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বিবাদমান উভয়পক্ষকে এই অঞ্চলের শান্তি ও স্থিতির স্বার্থে যথাযথ ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।

দলটির সালেহ যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীরা বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখা দিচ্ছে। এই দুর্বৃত্ত গোষ্ঠী বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চক্রান্তে লিপ্ত। তারা সীমান্তে অনুপ্রবেশ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের জান-মালের ক্ষতি সাধনে সক্রিয় রয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর প্রতি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছে এনসিপি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের এবং এর সার্বভৌম নাগরিকদের দ্বারা সংগঠিত গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মনে করে এনসিপি। এই জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে এনসিপি সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে।

জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে, জনগণের সংগঠিত শক্তি এবং সর্বাত্মক সতর্কতাই বাংলাদেশকে ফ্যাসিস্ট ষড়যন্ত্র ও বৈদেশিক আগ্রাসন থেকে রক্ষা করতে সক্ষম।

এসএন 

Share this news on:

সর্বশেষ

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানালো বিএনপি May 11, 2025
প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে যা বললেন নাহিদ May 11, 2025
যে ৪ টি সিস্টেমে ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়েছিলো May 11, 2025
উচ্চকক্ষের সদস্যদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে যা বললেন নাহিদ May 11, 2025
img
জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি May 11, 2025
img
আল্লাহ্ মৃত্যুর পর প্রথম সেই সুযোগটা করে দিয়েন প্লিজ: ইলিয়াস হোসেন May 11, 2025
img
‘মেক ইন ইন্ডিয়া’ নয়, ‘মেড ইন চায়না’—ভারতের ওষুধ নিয়ে ফেডারেশনের অভিযোগ May 11, 2025
img
শামির টেস্ট কেরিয়ারে ‘অশনি সংকেত’ May 11, 2025
img
যুদ্ধবিরতি নিয়ে পোস্ট করতেই বিতর্কে সালমান May 11, 2025
img
রূপপুর পারমাণবিক প্রকল্পের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি May 11, 2025