বাংলাদেশ পুলিশের ৯ জন অতিরিক্ত ডিআইজিকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।
বদলি করা কর্মকর্তাদের মধ্যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে এবিপিএন ১২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ঢাকা টিডিএসের অতিরিক্ত ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি, ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুর রাজ্জাককে রংপুর আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন অর রশিদকে এবিপিএন-৫–এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), এসবির অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
বাকিদের মধ্যে সিআইডির অতিরিক্ত ডিআইজি সৈয়দা জান্নাত আরাকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি, এবিপিএন ৫–এর অধিনায়ক শামীমা আক্তারকে অ্যান্টিটেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোখলেছুর রহমানকে খাগড়াছড়ির এবিপিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি এ এইচ এম আব্দুর রকিবকে নোয়াখালী পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে একই দিন সকালে অতিরিক্ত আইজিপি, ডিআইজিসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরা হলেন— ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে পুলিশ টেলিকমে অতিরিক্ত ডিআইজি চলতি (দায়িত্বে), শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডি, সিআইডির ডিআইজি গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে ঢাকার এসপিবিএন এর ডিআইজি করা হয়েছে।
এফপি/এস এন