সাত দিনের বকেয়া বেতন পাচ্ছেন চা শ্রমিকরা

আন্দোলনরত চা শ্রমিকদের কাজে ফেরাতে আপাতত এক সপ্তাহের বকেয়া বেতন ও রেশন পরিশোধ করা হচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) চা শ্রমিকদের এই বেতন পরিশোধ করা হবে। এরপর আগামীকাল শুক্রবার চা শ্রমিকদের বাগানে ফেরার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত্।

তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (আজ) তাদের এক সপ্তাহের বকেয়া পরিশোধ করা হবে। পরদিন শুক্রবার চা শ্রমিকরা কাজে ফিরবেন।’

জানা গেছে, আপাতত চা শ্রমিকদের এক সপ্তাহের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে টি কম্পানিগুলো ও বাংলাদেশ টি বোর্ড ১০ লাখ টাকা দিচ্ছে।বাকিটা জেলা প্রশাসক ব্যবস্থা করে দেবেন।

২০ সপ্তাহ ধরে বকেয়া রেশন ও বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে ৪ মে আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন চা শ্রমিকরা। চা শ্রমিকদের এই সমস্যা সমাধানের জন্যই বুধবার সিলেটে আসেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ