সান সিরোর নাটকীয় ম্যাচে ইন্টার মিলানের জয়ের নায়ক ডেভিড ফ্র্যাত্তেসি হলেও তার আগে দলকে ম্যাচে ফেরান ফ্র্যানসেস্কো অ্যাকারবি। যোগ করা সময়ে তৃতীয় মিনিটে রিয়ালের ডিফেন্ডার গোলটা না করলে জয়ের নায় হওয়া হতো না ফ্র্যাত্তেসিকে। অন্যথা ৪-৩ জয়ে নয়, ঘরের মাঠে হার নিয়ে মাঠ ছাড়তে হতো তাদের।
সেই অ্যাকারবি গতকাল বার্সেলোনার ডিফেন্ডার ইনিগো মার্তিনেজের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ করেছেন।
বার্সা ডিফেন্ডার নাকি তাকে উদ্দেশ্য করে ‘থুথু ছিটিয়েছেন’ এমনটা জানিয়েছেন তিনি। তবে তার এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন মার্তিনেজ। বার্সা ডিফেন্ডার জানিয়েছেন, তিনি কখনোই
ম্যাচ শেষে এল চিরিঙ্গুইতো টিভিকে মার্তিনেজ বলেছেন, ‘সে আমার কানের কাছে উদযাপন করছিল।
মানছি আমার প্রতিক্রিয়া অপ্রয়োজনীয় ছিল, কিন্তু কখনো তার দিকে থুথু ফেলিনি। যদি এমনটাই করতাম তাহলে আমাকে লাল কার্ড দেখাত রেফারি। এমনটা যে করিনি তাতে কোনো সন্দেহ নেই।’
বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে মার্তিনেজ থুথু ছিটানো বলে অভিযোগ করেন অ্যাকারবি।
প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে যখন হাকান চালহানওলু সফল স্পটকিকে দলকে ২-০ লিড এনে দেন। সে সময় সতীর্থদের মতো উদযাপনে মাতেন অ্যাকারবিও। আর তার উদযাপনের সময়ই নাকি মার্তিনেজ থুথু ছিটান।
আরএম/এসএন