গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার রাত ১০ টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ কর্মসূচি শুরু করে।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন হাসনাত।
তিনি ওই পোস্টে বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচী চলবে।
তিনি আরো বলেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সাথে আমরা নাই।
আরআর/এসএন