ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চারজন নিহতের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরো পাঁচজন। মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
তবে নিহতের তাৎক্ষণিক পরিচয় জানাতে পারেনি পুলিশ।
হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সটির চাকা ফেটে যায়।
এ সময় মহাসড়কের পাশে থেমে অ্যাম্বুলেন্সটির চাকা সংস্কার করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সটির আরোহীদের চাপা দেয়।
এসএন