‘নিজেকেই সহ্য হত না আয়নায়’—ওজন কমিয়ে ভেঙে পড়েছিলেন কারাণ!

বলিউড পরিচালক কারাণ জোহারকে নিয়ে নেটিজেনরা কিছুদিন থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করছেন। ওজনও নাকি ভীষণ কমে গেছে পরিচালকের। পাপারাজ্জিদের ক্যামেরায়ও ধরা পড়েছে তার চেহারার পরিবর্তন। 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের অনেকে দাবি করেছেন, ওজন কমানোর জন্য নাকি এক ধরনের ওষুধ খাচ্ছিলেন করণ। এবার চেহারা ভাঙা নিয়ে নীরবতা ভাঙলেন পরিচালক। নিজের শরীরটা নাকি আর দেখতেই এখন ভালোলাগে না তার।

চেহারা নিয়ে একটা সময় ভীষণই অবসাদে ভুগতেন করণ। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানিয়েছেন, ‘বডি ডিসমরফিয়া’ নামক একটি রোগে ভুগছিলেন তিনি। তার নিজের চেহারাটাও একেবারেই আর পছন্দ নয়। এমনকি আয়নায় নিজেকে দেখতে কষ্ট হয় তার।

পডকাস্টে কারাণ জোহার বলেন, ‘৫২ বছর বয়সে এখন আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। নাহলে আমি বডি ডিসমরফিয়ায় ভুগেছি। এটা তখনই ঘটে যখন কেউ নিজের শরীর দেখে নিজেই লজ্জা পায়। এমনকি আয়নার সামনে দাঁড়াতেও লজ্জা পায়।’

শরীরের নানা যন্ত্রণা নিয়েই মনের সঙ্গে এই লড়াই চালিয়ে গেছেন তিনি। সমস্ত সমস্যা সমাধানের চেষ্টাও করেছেন। একইসঙ্গে এখন তাকে যে ধরনের প্রশ্ন করা হয়, তাতে তিনি ক্লান্ত।

কারাণের কথায়, ‘আমি সবসময় স্থূলতার সঙ্গে লড়াই করেছি। আমি হাজার হাজার রকমের ডায়েট করার চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের ওয়ার্কআউট। কেউ কল্পনাও করতে পারবে না। প্রতিটি ডায়েট, প্রতিটি ওয়ার্কআউট রুটিন, আমি সবরকম চেষ্টা করেছি। আমি অনেক বছর ধরে এই সমস্যার সঙ্গে লড়াই করছি। তবে আমি জানি এখন সুস্থ। আমার শরীর নিয়েও আত্মবিশ্বাসী।’

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ May 08, 2025
img
আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের মধ্যস্থতায় হয়েছে- নুরুল হক নুর May 08, 2025
img
পাকিস্তান সিরিজের ভবিষ্যৎ জানালেন ফারুক May 08, 2025
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে সতর্ক করতে গিয়ে শিক্ষাসচিবের চিঠিতে ‘ব্যাকরণ ভুল’ May 08, 2025
img
১৪ জেলা ও তিন বিভাগে বইছে তাপপ্রবাহ May 08, 2025
img
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে প্রজ্ঞাপন জারি May 08, 2025
img
প্রাণহানির ঘটনায় বলি তারকাদের উল্লাস, প্রতিবাদ পাক শিল্পীদের May 08, 2025
img
চার্টার্ড ফ্লাইটে পিএসএল থেকে দেশে ফিরবেন নাহিদ-রিশাদরা May 08, 2025
img
৫ মিনিটের জন্য যারা আ. লীগ করেছেন তাদের বিএনপিতে কোনো জায়গা নেই : টুকু May 08, 2025
img
যেসব বিষয়ে কথা বলেননি ভারতের পররাষ্ট্রসচিব May 08, 2025