কৃষিজমি রক্ষায় আসছে নতুন আইন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কৃষিজমি রক্ষায় নতুন আইন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘নতুন আইনের বিষয়ে আমরা চিন্তা-ভাবনায় আছি। নতুন করে আর যেন ইটভাটা না হয় সে জন্যও কাজ করছি।’

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোকলেসপুর ইউনিয়নের ঢেলপির ব্লকে বোরো ধান কর্তন করে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন তিনি। পরে কৃষকদের সঙ্গে মতবিনিময়সভায় এ কথা তিনি জানান।

কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আম, লিচু, টমেটোসহ বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য মিনি কোলস্টোরেজ তৈরি করা হবে। যাতে করে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান।’ এ ছাড়া আম, লিচু ও কাঁঠাল বিদেশে রপ্তানির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আমের মতো প্রয়োজনে লিচু পরিবহনের জন্যও শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনের বগি দেওয়া হবে। যাতে করে লিচু দেশের বিভিন্ন স্থানে কৃষক সহজেই পাঠাতে পারেন।

তিনি বলেন, কোনোভাবেই ধানের জমিতে আম-লিচু চাষ করবেন না। ধান বেশি করে উৎপাদন করেন, প্রয়োজনে বিদেশে পাঠানো হবে।

আপনারা যত ধান উৎপাদন করবেন, সরকার তত বেশি ধান-চাল ক্রয় করবে। এবার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তার বেশি ধান কিভাবে ক্রয় করা যায় সরকার তা নিয়ে ভাবছে।

কৃষি উপদেষ্টা বলেন, বোরো উৎপাদনে বরেন্দ্রকে পানির সেচের দাম আরো কমিয়ে আনতে হবে। যাতে করে উৎপাদন খরচ কমিয়ে আনা যায়। আর ফুডে যারা চাকরি করে তাদের দুর্নীতিটা কমিয়ে আনতে হবে।

এ সময় কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামান, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইমলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেনসহ জেলা উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
প্রাণহানির ঘটনায় বলি তারকাদের উল্লাস, প্রতিবাদ পাক শিল্পীদের May 08, 2025
img
চার্টার্ড ফ্লাইটে পিএসএল থেকে দেশে ফিরবেন নাহিদ-রিশাদরা May 08, 2025
img
৫ মিনিটের জন্য যারা আ. লীগ করেছেন তাদের বিএনপিতে কোনো জায়গা নেই : টুকু May 08, 2025
img
যেসব বিষয়ে কথা বলেননি ভারতের পররাষ্ট্রসচিব May 08, 2025
img
টাকা ছাপিয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় : গভর্নর May 08, 2025
img
মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়ে ১৩০তম বাংলাদেশ May 08, 2025
img
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ২ কর্মকর্তা বরখাস্ত, একজনকে প্রত্যাহার May 08, 2025
img
থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ব হলেই পাড়া যাবে আম May 08, 2025
img
বিএনপির নতুন সদস্য সংগ্রহ শুরু ১৫ মে, টার্গেট ১ কোটি May 08, 2025
img
দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩, আহত ৫ May 08, 2025