নিশোর জন্মস্থানে ভালো যাচ্ছে না দাগি

আফরান নিশোর জন্মস্থান টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। এ কারণে তার ছবি নিয়ে সেখানকার দর্শকের উন্মাদনায় আবেগের প্রাধ্যান্য বেশি। তবে সেখানে কোনো সিনেমা হল নেই। তাই বলে কি নিজ এলাকার সন্তানের নতুন ছবি উপভোগ করবেন না তারা?

এই আফসোস ঘোচাতে স্থানীয় কয়েকজন নিজ উদ্যোগে উপজেলা কমপ্লেক্স ভাড়া করে নিশোর ‘দাগি’ প্রদর্শনের আয়োজন করেন। গেল ২ মে প্রদর্শনী শুরু হয় সেখানে। সাত দিনের দিন জানা গেল নিশোর জন্মস্থানে ভালো যাচ্ছে না ‘দাগি’। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন আয়োজকদের একজন হাদি চকদার।

তিনি বলেন, ‘বেশি ভালো যাচ্ছে না ছবিটি। প্রতিদিন চারটি করে শো চালানোর কথা থাকলেও দর্শক কম বলে সেটি সম্ভব হচ্ছে না। দুই-তিনটা করে চালানো হচ্ছেন। আগামীকাল শেষ দিন।’

ভূঞাপুরে ‘দাগি’ মুখ থুবড়ে পড়ার বেশ কয়েকটি কারণ দেখছেন হাদি। তার কথায়, ‘এক মাস হলো ছবিটি মুক্তি পেয়েছে। আমাদের আনতে অনেক দেরি হয়েছে। তাছাড়া ঈদের ছুটি শেষ।কর্মজীবীরা সব চলে গেছেন। এখন ধান কাটার মৌসুম। সবাই কাজে ব্যস্ত। পাশাপাশি এসএসসি পরীক্ষা চলছে। এসব কারণেই ভালো গেল না।’

গেল বছর মুক্তিপ্রাপ্ত নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ একইভাবে প্রদর্শন করা হয় ভূঞাপুরে। সেসময় তাদের উদ্যোগকে সাধুবাদ জানাতে অভিনেতা নিজে উপস্থিত হয়েছিলেন সেখানে। তবে এবার যাননি। হাদি বলেন, ‘নিশো ভাই এবার আসেননি। উনি ব্যস্ত আছেন। সম্ভবত। সেকারণেই সময় দিতে পারেননি এবার।’

ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দোতলায় ৭ দিনব্যাপী প্রদর্শিত হবে আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমা। এখানে প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। আগামীকাল ৯ মে ভূঞাপুরে ‘দাগি’ র শেষদিন। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ May 08, 2025
img
আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের মধ্যস্থতায় হয়েছে- নুরুল হক নুর May 08, 2025
img
পাকিস্তান সিরিজের ভবিষ্যৎ জানালেন ফারুক May 08, 2025
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে সতর্ক করতে গিয়ে শিক্ষাসচিবের চিঠিতে ‘ব্যাকরণ ভুল’ May 08, 2025
img
১৪ জেলা ও তিন বিভাগে বইছে তাপপ্রবাহ May 08, 2025
img
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে প্রজ্ঞাপন জারি May 08, 2025
img
প্রাণহানির ঘটনায় বলি তারকাদের উল্লাস, প্রতিবাদ পাক শিল্পীদের May 08, 2025
img
চার্টার্ড ফ্লাইটে পিএসএল থেকে দেশে ফিরবেন নাহিদ-রিশাদরা May 08, 2025
img
৫ মিনিটের জন্য যারা আ. লীগ করেছেন তাদের বিএনপিতে কোনো জায়গা নেই : টুকু May 08, 2025
img
যেসব বিষয়ে কথা বলেননি ভারতের পররাষ্ট্রসচিব May 08, 2025