দুই মাসে ১ কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য বিএনপির

রাজনৈতিক পটপরিবর্তনে গতি পাওয়া বিএনপি সাংগঠনিক শক্তি বাড়াতে আগামী দুই মাসে নতুন এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে। আগামী ১৫ মে থেকে শুরু হতে যাওয়া এ কর্মসূচি চলবে ১৫ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য নবায়ন সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এবার শুধুমাত্র নবায়ন নয়; আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে।
“এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দ্রুত গতিতে দেশব্যাপী আমাদের যে টার্গেট…আমরা টার্গেট করেছি প্রায় এক কোটির অধিক এবার প্রাথমিক সদস্য আমরা করব ইনশাল্লাহ।”

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দল গোছানোর কাজ শুরু করেছে বিএনপি। সাত বছর পর গত ২৭ ফেব্রুয়ারি দলটি বর্ধিত সভা করেছে।

দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি চলতি বছর নাগাদ জাতীয় সম্মেলন আয়োজন করতে চাইছে। এর অংশ হিসেবে বিভিন্ন জেলায় কমিটি গঠন চলছে। বিএনপির সবশেষ ষষ্ঠ কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ।

রুহুল কবির রিজভী বলেন, “আপনারা জানেন যে, বিগত আওয়ামী ফ্যাসিবাদী যে দুঃসময় গেছে, সেই দুঃসময় স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি। আপনারা দেখেছেন, প্রায় দিনের পর দিন তারা এই দলীয় কার্যালয় আক্রমণ করেছে, আমাদের দলের প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে- কম্পিউটার, টাইপ টাইটার, ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা (আওয়ামী শাসনামলে পুলিশ) ভাংচুর করেছে।”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, পলিটিক্যাল পার্টিগুলো- এই প্রতিষ্ঠান একটি সুষ্ঠু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠে। সেই নিয়ম শৃঙ্খলাকে একেবারে পর্যদুস্ত করার জন্য এবং একচ্ছত্র একদলীয় দুঃশাসনকে কায়েম রাখার জন্য তারা বিরোধী দলগুলোর ওপর মুহুর্মুহু আক্রমণ করেছে।

“এই দলীয় কার্যালয় কতবার যে ভাংচুর করেছে, তছনছ করেছে, আমাদের দলের ভেতরে কম্পিউটার, দলিল, ফাইল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে। সেই পরিস্থিতিতে আবার নতুন করে পুনর্গঠন করা আমাদের জন্য কঠিন ব্যাপার, সেটা আমাদের করতে হচ্ছে। আমাদের দল করতে কত লোক আগ্রহী, সেটাও আমাদের যে সদস্য সংগ্রহ অভিযান চলবে- এই অভিযানের মধ্য দিয়ে জানতে পারব।”
তিনি বলেন, “সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন, যারা বিএনপিমনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করে; তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন- এই আমরা প্রত্যাশা করি। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ংকর দুঃশাসনের ছোবল নেই।

“সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবেন। এই এগিয়ে আসার মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি শুরু হবে।”

আওয়ামী লীগে থেকে কেউ আসতে পারবে?

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, আওয়ামী লীগের কেউ বিএনপিতে যোগ দিতে পারবেন কি না?

এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে রিজভী বলেন, “না, সেটা হলো যে ধরুন- কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়ত এক সময়ে আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার- এসবকে যারা পছন্দ করেনি কিংবা যারা করেনি- এই ধরনের মানুষ হয়তো আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না কেন?

“এছাড়াও আমাদের চিন্তা হলো সমাজের ফ্রেশ মানুষ- একজন ভদ্রলোক হয়ত রিটায়ার্ড করেছেন, তিনি অন্তরে লালন করেন, তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন গভর্মেন্ট অফিসার হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন এনজিও কর্মী-কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক হতে পারেন, একজন শ্রমিক হতে পারেন- এক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নেই। তিনি আমাদের যে আদর্শ, সেটা বিশ্বাস করেন কি না- সেটাই মুখ্য।
“আমরা প্রাইমারি মেম্বারের জন্য যে রশিদ দেই, ২০ টাকা দিয়ে যে ফরমটা পূরণ করতে হয়- এর সাথে এবার একটা অঙ্গীকারনামা যাকে আবেদনপত্র বলি- সেটা আমাদের গঠনতন্ত্রে আছে; এবার যারা প্রাথমিক সদস্য হবেন, তাদেরকে এই আবেদন ফরমটা পূরণ করতে হবে। পরে সেসব ফরম যাচাই-বাছাই হবে।”

যাচাই-বাছাই করে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে রিজভী বলেন, “কারণ দোসররা এলাকায় সন্ত্রাসী করেছেন, জমি দখল করেছে, টাকা পাচার করেছে- তারা তো নানাভাবে ঢুকে পড়ার চেষ্টা করবে।

“সেটাকে খুব শক্তভাবে এড়িয়ে যেয়ে একেবারে ফ্রেশ মানুষ- সমাজে যাদের সুনাম আছে, এলাকার মধ্যে যাকে ভদ্রলোক বলে জানে, এরা যাতে আমাদের দলের সদস্য হতে কোনো ধরনের বাধার মুখে না পড়েন- আমরা সেটাই টার্গেট করব। সেখানে সজ্জন মানুষ যারা- কৃষক, শ্রমিক, যুবক-তরুণ তো আছেই; সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন।”

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন Jul 01, 2025
img
জুলাই সনদ ঘোষণা না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের Jul 01, 2025
img
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত Jul 01, 2025
img
এনবিআরের পাঁচ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক Jul 01, 2025
img
লস অ‍্যাঞ্জেলেস মাতালেন জেমস Jul 01, 2025
img
তারা আমাদের মহাভারতে বিলীন করার প্রকল্পকে রুখে দেবে : পিনাকী Jul 01, 2025
img
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফের আদেশ Jul 01, 2025
img
এক ডিআইজিসহ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত Jul 01, 2025
img
পৃথিবীর অন্য কোনো শহরকে কলকাতার মতো মনে হয় না: জয়া Jul 01, 2025
img
রাতের ভোটের দায় স্বীকার করে আদালতে সাবেক সিইসি নূরুল হুদার জবানবন্দী Jul 01, 2025
img
সব মামলার অবসান ঘটিয়ে এক হলেন হিরো আলম-রিয়ামনি Jul 01, 2025
শাকিবকে ‘মেগাস্টার’ বলা নিয়ে আপত্তি জাহিদ হাসানের Jul 01, 2025
বিপিএলে দল নিতে আবেদন করেছে নোয়াখালী Jul 01, 2025
আগস্টে বাংলাদেশ সফরে আপত্তি ভারতের, সিরিজ পেছাতে চায় বিসিসিআই Jul 01, 2025
ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন সম্ভব? দল গঠনে আসছে বড় পরিবর্তন! Jul 01, 2025
img
এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ২৪৮৬৪, বহিষ্কার ৬২ Jul 01, 2025
কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়ারাই পাবেন কোটা সুবিধা! Jul 01, 2025
img
এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগ, ছাত্রদল নেতা আটক Jul 01, 2025
তাপপ্রবাহে জ্বলছে ইউরোপ, ফ্রান্সে রেড অ্যালার্ট জারি Jul 01, 2025
ড. ইউনূস শহীদদের প্রকৃতভাবে মূল্যয়ন করছেন না! Jul 01, 2025