ধর্মশালায় বৃহস্পতিবার ম্যাচের আগে ভারতীয় সেনাবাহিনীকে বাহবা জানাতে দেশাত্মবোধক গানের আয়োজন করেছিল বিসিসিআই। সব আনুষ্ঠানিকতার পর ম্যাচ শুরু হলেও শেষ করা যায়নি। নিরাপত্তা শঙ্কায় মাঝপথে খেলা বন্ধ করে দিতে হয়েছিল।
আজ (শুক্রবার) কি আইপিএলের ম্যাচ হবে? টুর্নামেন্টটির চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, শুক্রবারের ম্যাচ এখনও পর্যন্ত হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। বাকি সিদ্ধান্ত নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের ওপর।
বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ছিল। সেই ম্যাচ চলাকালীন জম্মুতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। যার জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে আলো নিবিয়ে দেওয়া হয়। আলো নেবানো হয় ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামেও। এর ফলে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
নিরাপত্তা শঙ্কায় মাঝপথেই বন্ধ হয়ে যায় আইপিএলের ম্যাচ। স্টেডিয়াম ছাড়ছেন দর্শকরা।
আজ ম্যাচ রয়েছে লখনৌ। সেখানে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সংবাদ সংস্থা পিটিআইকে ধুমাল বলেন, “আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে। সরকারের তরফে আমাদের কোনো নির্দেশ দেওয়া হয়নি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত শুক্রবারের ম্যাচ হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। যদিও পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। সব পক্ষের কথা মাথায় রেখেই আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ধর্মশালার বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। সেই কারণে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস দলের সবাইকে বিশেষ গাড়িতে করে নিয়ে যাওয়া হবে পাঠানকোটে। সেখান থেকে ট্রেনে করে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। ধর্মশালায় ১১ মে পাঞ্জাবের ম্যাচ ছিল মুম্বাইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচ আহমেদবাদে সরিয়ে নেওয়া হয়েছে।
ভারত-পাক সংঘাতের কারণে বাতিল হয়েছে পাকিস্তান সুপার লিগের ম্যাচও। ইতোমধ্যে টুর্নামেন্টটি পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
টিকে/টিএ