পুত্র সন্তান হয়েছে, আমি খুবই আনন্দিত দিদি : শ্রাবন্তী

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পরিবারে এসেছে আনন্দের খবর। তার দিদি স্মিতা চট্টোপাধ্যায় বৃহস্পতিবার এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এই সুখবর ইনস্টাগ্রামে নবজাতকের ছবি শেয়ার করে জানিয়েছেন শ্রাবন্তী।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “পুত্র এসেছে। দিদি, তোমার জন্য খুব খুশি। অনেক ভালোবাসা রইল।”

পরিবারে নতুন সদস্য আসার খবর জানাতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে শ্রাবন্তীর পোস্টের কমেন্টস বক্স।

২০১৬ সালে অভিনেতা সুজয় ঘোষের সঙ্গে বিয়ে হয় স্মিতার।

‘মজনু’, ‘১০০% লাভ’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন সুজয়। স্মিতার ইনস্টাগ্রামের দেওয়ালে মাঝেমধ্যেই ভেসে ওঠে স্বামীর সঙ্গে কাটানো নানা সুন্দর মুহূর্তের ছবি। এবার দুই থেকে তিন হলেন তারা।

আরএ/টিএ

Share this news on: