অভিনেতাদের জীবিত থাকাকালীন সম্মান প্রদান করা আরও গুরুত্বপূর্ণ- নওয়াজউদ্দিন

বলিউডের প্রয়াত কিংবদন্তী অভিনেতা ইরফান খান এবং ওম পুরিকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের সম্পর্কে কথা বলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তার কথায় দর্শক এবং পরিচালকরা এই দুই তারকার মৃত্যুর পর তাদের প্রতিভার মূল্য বুঝেছেন। নওয়াজ নওয়াজউদ্দিন ওম পুরি, ইরফান খান, মনোজ বাজপেয়ী এবং পঙ্কজ কাপুরের প্রশংসা করেছেন। তার কথায়, এটা দুঃখের বিষয় যে এই অভিনেতাদের নিয়ে কখনও বড় বাজেটের ছবি তৈরি হয়নি।

পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, ‘ওম পুরি, পঙ্কজ কাপুর, মনোজ বাজপেয়ী এবং ইরফান খানের মতো শিল্পীরা আমাদের দেশের মহান শিল্পী। তবে আমার দুঃখ হয় যে, এই অভিনেতাদের নিয়ে কেউ বড় বাজেটের ছবি তৈরি করেনি, কেউ ভাবেওনি। যদিও দর্শকরা তাঁদের দেখার জন্য পাগল হয়ে যেত, কিন্তু তাঁদের সিনেমা কখনও সেভাবে মানুষের কাছে পৌঁছায়নি।’

নওয়াজউদ্দিন সিদ্দিকীকে তার উত্তরাধিকার নিয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে তিনি বলেন, ‘আমার মৃত্যুর পর যে কী হবে, তাতে কিছু যায় আসে না।’ তিনি জানান যে, অভিনেতাদের জীবিত থাকাকালীন সম্মান প্রদান করা আরও গুরুত্বপূর্ণ।

নওয়াজের কথায়, ‘প্রায়ই আমরা দেখি যে, কোনো অভিনেতার প্রতিভা এবং মূল্য তার মৃত্যুর পরই মানুষ বুঝতে পারে, যখন তারা বেঁচে থাকেন, তখন আপনি তাদের প্রতি মনোযোগ দেননা এবং এখন আপনি তাদের প্রশংসা করতে চাইছেন। এটি একটি কঠোর সত্য, কারণ আজ মানুষ ইরফান ভাইকে নিয়ে কথা বলছেন, কিন্তু এদের মধ্যে মধ্যে কেউ কি ওকে নিয়ে ২৫ কোটি টাকার ছবি তৈরি করেছিলেন?’

শেষে তিনি বলেন, ‘আমরা প্রায়ই শুনি যে দুই ধরনের অভিনেতা আছে, একদল যারা জনসাধারণের জন্য এবং অন্য লোকজন ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু এই ক্ষেত্রে জনসাধারণের অভিনেতারা জনসাধারণের কাছে পৌঁছতে পারেন না তবে ইন্ডাস্ট্রির অভিনেতাদের সর্বত্র দেখা যায়।’

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পাল্টা হামলায় ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের May 10, 2025
img
অরিজিতের পথে হাঁটলেন শ্রেয়া ঘোষাল, নিলেন বড় সিদ্ধান্ত May 10, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় কক্সবাজার এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার May 10, 2025
img
আজ টিভি ও অনলাইনে দেখবেন যেসব খেলা May 10, 2025
img
প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে চট্টগ্রামে চলছে জোর প্রস্তুতি May 10, 2025
img
বাংলাদেশি টিভি ব্লক ইস্যুতে ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ May 10, 2025
img
গাজায় ইসরায়েলী হামলায় একদিনে প্রাণ গেল ২৭ জনের May 10, 2025
img
বিজিবির অভিযানে এপ্রিলেই সীমান্তে ১০১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ May 10, 2025
img
সাগরে ইলিশ ধরায় ৬ ট্রলারসহ ৯৩ জেলে গ্রেফতার May 10, 2025
img
গরমে শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করবে যে খাবার May 10, 2025