‘অক্ষয় বন্ধু নন, শুধুই সহকর্মী’ বলে বিপাকে পরেশ রাওয়াল

অক্ষয় কুমারের সঙ্গে একাধিক সফল সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। বলিউডের আইকনিক এই জুটির জনপ্রিয়তাও রয়েছে ব্যাপক। পর্দায় তাদের রসায়ন দর্শকের বিনোদন যোগালেও বাস্তব জীবনে এই দুইয়ের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

এক সাক্ষাৎকারে পরেশ জানিয়েছিলেন, অক্ষয় তার বন্ধু নন, বরং একজন সহকর্মী। এই মন্তব্যের পর থেকেই জল্পনা, তবে কি দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক খারাপ? এমন বিতর্ক তৈরি হতেই এবার মুখ খুললেন পরেশ।

পরে ভারতীয় গণমাধ্যমে নিজের বক্তব্য স্পষ্ট করেন পরেশ। বলেন, ‘আমি শুধু বলেছিলাম উনি একজন সহকর্মী। মানুষ যাকে বন্ধু বলেন তাদের সঙ্গে মাসে পাঁচ-ছয়বার দেখা হয়, নিয়মিত কথাবার্তা চলে। কিন্তু আমি সামাজিক মাধ্যমে খুব একটা নিয়মিত নই। আর সব সময় যে পার্টি করি তেমনটাও নয়। অক্ষয়ও নন। ফলে পার্টি বা আড্ডার সুযোগ হয় না। সেই কারণেই বলেছিলাম—সহকর্মী।’

পরেশ আরও বলেন, ‘কিন্তু এ নিয়ে মানুষ নানা প্রশ্ন করতে শুরু করল, যেন বড় কিছু ঘটে গেছে! অথচ কিছুই হয়নি।’

এই বিতর্ক থেকে শিক্ষা নিয়ে আরও সতর্ক হবেন বলেও জানান বর্ষীয়ান অভিনেতা। তার কথায়, ‘এখন থেকে আরও সাবধানে কথা বলব। কারণ মানুষ আপনার একটি কথার নানা অর্থ করে নেয়। পরে সেই ব্যাখ্যা দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়।’

উল্লেখ্য, সেই সাক্ষাৎকারে পরেশকে প্রশ্ন করা হয়েছিল—অক্ষয় কি তার বন্ধু? জবাবে পরেশ বলেন, ‘সিনেমার জগতে সকলে সহকর্মী, আর থিয়েটারে থাকে বন্ধুত্ব। স্কুলে যেমন বেস্ট ফ্রেন্ড থাকে, সিনেমা সেইভাবে বন্ধুত্ব তৈরি করে না। আমার বন্ধু বলতে যাদের ভাবি, তারা হলেন ওম পুরি, নাসিরুদ্দিন শাহ, জনি লিভার।’

এফপি/টিএ 

Share this news on: