আজ ঢাকার আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা ও আশপাশের এলাকার জন্য সকাল ৬টা থেকে ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।
সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশেই আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।