ভালো সাজতে পাকিস্তানের বদনাম করছেন আদনান সামি, কড়া জবাব গায়কের

বলিউডের গায়ক আদনান সামির পাকিস্তানের নাগরিকত্ব থাকলেও মনেপ্রাণে ভারতপ্রেমী তিনি, সেটি বোঝানোর চেষ্টা করেছেন বহুবার। পেহেলগামে হামলার পর থেকেই নিজের জন্মভূমির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন গায়ক। সেখানকার সেনাবাহিনীর বিরুদ্ধেও তোপ দাগতে ছাড়েননি তিনি। ধারাবাহিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে তার আক্রমণাত্মক পোস্ট দেখে পাক নাগরিকদের একাংশ প্রশ্ন ছোড়েন গায়কের দিকে। আর বিষয়টি মেনে নিতে না পেরে ক্ষোভ উগড়ে দিয়েছেন আদনান সামি।

অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাবাহিনীর জয়গান গেয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন আদনান। সেখানে লেখা ছিল- ‘সিঁদুর থেকে তন্দুর পর্যন্ত…, জয় হিন্দ।’ এমন উত্তপ্ত আবহে দাবানল গতিতে ভাইরাল হয় পাকিস্তানকে ব্যঙ্গ করা শামির ওই পোস্ট। তার প্রেক্ষিতেই এক নেটিজেন তাকে প্রশ্ন ছোড়েন- ‘আরএসএসকে খুশি করতেই এত পাক বিরোধী পোস্ট করছেন?’ আর সেটি শেয়ার করে জবাব দেন গায়ক।

সেই নেটিজেনকে একেবারে গালাগালি দিয়ে বলেন, ‘আরএসএসকে ভুলে গিয়ে আগে নিজের… বাঁচাও।’ এখানেই অবশ্য বাকযুদ্ধ থামেনি। একের পর এক পোস্টে নিন্দুকদের পালটা জবাব দিয়েছেন আদনান শামি।

২০১৬ সালেই পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসেন আদনান সামি। এদেশের নাগরিকত্ব পান। এ প্রসঙ্গ উত্থাপন করেই সম্প্রতি গায়ক জানান, আমি তো অনেক আগেই জানতাম যে পাকিস্তানের সেনাবাহিনীই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। 

২০১৬ সালে নিজের দেশ, ভিটে-মাটি, বন্ধু-স্বজন ছেড়ে ভারতে যাওয়া সহজ ছিল না আদনানের জন্য। আদনান বলেছিলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে পাকিস্তানের প্রতি আমার এত বিদ্বেষ কেন? তবে আসল সত্যিটা হচ্ছে পাকিস্তানের মানুষদের ওপর আমার কোনো রাগ নেই। আমার মূল সমস্যা হচ্ছে সেদেশের সরকারকে নিয়ে। যারা আমাকে খুব কাছ থেকে চেনেন, তারাই জানেন বহু বছর ধরে সেখানকার প্রশাসনের থেকে আমাকে কী কী সহ্য করতে হয়েছে।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আম খাওয়া কি হজমের জন্য ভালো? May 10, 2025
img
ডা. জোবাইদা ও শর্মিলা কোকোর কবর জিয়ারত করলেন May 10, 2025
img
গণঅধিকার পরিষদের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান May 10, 2025
img
গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই : আলী রীয়াজ May 10, 2025
img
আইপিএলের পর ভারতে স্থগিত হলো আরো এক জনপ্রিয় টুর্নামেন্ট May 10, 2025
তারেক রহমান কেন দেশে আসছেন না? জানালেন বিএনপি নেতারা May 10, 2025
img
রাত ১টার মধ্যে তিন অঞ্চলে ঝড়ের আভাস May 10, 2025
img
শেরপুরে সীমান্তে জব্দ হলো ১৩৮৬ বোতল ভারতীয় মদ May 10, 2025
img
‘শুধুমাত্র রাজকুমার রাওয়ের স্ত্রী হিসেবে পরিচিতি পেতে আমি ঘৃণা বোধ করি': পত্রলেখা May 10, 2025
img
মার্কিন বন্দরে ট্রাম্পের ১৪৫% শুল্কে প্রথম চীনা জাহাজ পৌঁছেছে May 10, 2025