‘শুধুমাত্র রাজকুমার রাওয়ের স্ত্রী হিসেবে পরিচিতি পেতে আমি ঘৃণা বোধ করি': পত্রলেখা

অভিনেতা রাজকুমার রাওয়ের বিপরীতে ‘সিটিলাইটস’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন পত্রলেখা। রাজকুমার যেমন নামী অভিনেতা, তেমনই পত্রলেখাও অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন।

২০১০ সাল থেকে রাজকুমার ও পত্রলেখার মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে অভিনেত্রীকে ‘রাজকুমারের স্ত্রী’ পরিচয়েই বেশি চেনেন মানুষ।

যেখানেই আপত্তি পত্রলেখার। সম্প্রতি গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘রাজকুমারের স্ত্রী’ হিসাবে তার পরিচিত হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেত্রী। তার কথায়, তিনি এতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না।

পত্রলেখা বলেন, ‘শুধুমাত্র রাজকুমার রাওয়ের স্ত্রী হিসেবে পরিচিতি পেতে আমি ঘৃণা বোধ করি।’ তার কথায়, ‘আমি এটা অপছন্দ করি। নিজেকে খুব ছোট বলে মনে হয়। কারণ আমার একটা নাম আছে, আমার একটা অস্তিত্বও আছে। আপনাদের হয়ত মনে হয়, আমার জীবন সহজ কারণ আমার স্বামী বিখ্যাত। তবে না, এটা কখনোওই সহজ নয়।’

অভিনেত্রীর কথায়, ‘যদি আপনি নিজেকে একজন ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চান এবং নিজের ক্যারিয়ার গড়তে চান, তবে এটা খুবই কঠিন। আমি মিডিয়াকে অনুরোধ করব, এমনটা করবেন না। কারণ আমাকে এই পরিচিতিটা পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। শুধু রাজকুমারের স্ত্রী পরিচয়ে আমি কখনোওই স্বাচ্ছন্দ্য বোধ করি না। আর যতদিন বাঁচব ততদিন এর বিরুদ্ধে লড়াই করে যাব।’

পত্রলেখা আরও বলেন, ‘লোকজন প্রায়ই রাজকুমারের কাছে পৌঁছানোর জন্য আমার কাছে আসে। তারা আমার হাতে চিত্রনাট্য তুলে দিলেও ওরা আদতে আমাকে নয় বরং রাজকুমারকে কাস্ট করতে চান। ’
পত্রলেখা এবং রাজকুমার ১১ বছর প্রেম করার পর ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

পত্রলেখাকে সম্প্রতি 'ফুলে' ছবিতে দেখা গেছে, যেটি অনন্ত মহাদেবন পরিচালনা করেছেন এবং ডান্সিং শিবা ফিল্মস, কিংসমেন প্রোডাকশনস এবং জি স্টুডিওস-এটার প্রযোজনা করেছে। ছবিটি জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলের জীবনের উপর ভিত্তি করে তৈরি। পত্রলেখা ছাড়াও ছবিতে প্রতীক গান্ধী, বিনয় পাঠক এবং সুশীল পান্ডেকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।

অন্যদিকে, রাজকুমারকে শিগগিরই ‘ভুল চুক মাফ’ ছবিতে দেখা যাবে। করণ শর্মা রচিত ও পরিচালিত এই সায়েন্স ফিকশন রোমান্টিক কমেডিতে সীমা পাহওয়া এবং ওয়ামিকা গাব্বিকেও প্রধান চরিত্রে দেখা যাবে। ছবিটি প্রথমে ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এটি এখন সরাসরি ওটিটিতেমুক্তি পাবে।

টিকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
৬৭ রান করেও নিজেকে অলরাউন্ডার ভাবছেন না স্পিনার নাসুম May 10, 2025
img
ভারতে অনুপ্রবেশের সময় ঝিনাইদহ সীমান্তে মাদক কারবারিসহ ১৯ বাংলাদেশি আটক May 10, 2025
শাকিব খানের কথা বলতেই ক্ষেপে গেলেন জয় May 10, 2025
img
চুনারুঘাট সীমান্তে বিজিবির টহল জোরদার May 10, 2025
img
ঢাকায় দায়িত্ব নিলেন ভুটানের নতুন রাষ্ট্রদূত দাশো খারমা May 10, 2025
img
সিলেটে আ. লীগ সন্দেহে যুবককে গণপিটুনি May 10, 2025
img
৫ সচিবকে অবাঞ্ছিত ঘোষণা, পদত্যাগ না করলে অফিস ঘেরাও May 10, 2025
img
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট May 10, 2025
img
নারীসহ ২ ‘চাঁদাবাজকে’ গাছে বেঁধে পুলিশে সোপর্দ May 10, 2025
img
ফেনীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেডের দাবিতে সমাবেশ May 10, 2025