জুলাই যোদ্ধাদের তালিকায় আ.লীগ নেত্রীর মেয়ে, প্রতিবাদ করায় মারধর

নরসিংদীতে জুলাইযোদ্ধা তালিকায় অনিয়মের অভিযোগ তোলার জেরে মিনহাজুর রহমান শ্রাবণ (১৭) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী পৌর শহরের বিলাসদি এলাকায় হামলার ঘটনা ঘটে।

আহত শ্রাবণ নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী এবং শহরের বাসাইল এলাকার মানিক মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা আওয়ামী লীগের কর্মী এবং এদের মধ্যে রয়েছেন মহিলা লীগ নেত্রী ইভা আলমের স্বামী ইউপি সচিব শাহ আলম ও তার ভাই শাহেদ হোসেন।

শিক্ষার্থীদের অভিযোগ, জুলাইযোদ্ধা তালিকায় আওয়ামী লীগ নেত্রীর মেয়ে রাইসা আলমের নাম অন্তর্ভুক্ত করা হয়, যিনি আন্দোলনে অংশ নেননি। প্রকৃত অংশগ্রহণকারীদের জায়গা না পাওয়ার প্রতিবাদে মিনহাজসহ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন।

এরপর থেকে শিক্ষার্থীদের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করে সহপাঠীরা। ঘটনার দিন শ্রাবণ বন্ধুকে বাড়ি দিয়ে ফেরার পথে হামলার শিকার হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সাজিদ বলেন, “আমরা শুধু সঠিক তদন্ত চেয়েছিলাম। সেই কারণেই আমাদের সহপাঠীকে হামলার শিকার হতে হলো।”

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান জানান, আহত শিক্ষার্থীর ফুসফুসে আঘাত পাওয়া গেছে।

নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক বলেন, “পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই ঘটনায় অভিযুক্তদের কেউই এখনও মন্তব্যের জন্য পাওয়া যায়নি।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আমরা থামার অবস্থায় নেই, ৩ দেশকে যে বার্তা জানাল পাকিস্তান May 10, 2025
img
জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করতে পারবে : আলী রীয়াজ May 10, 2025
img
আবার স্ট্যাম্প উঠুক—শুধু খেলার জন্য নয়, বরং শান্তির জন্যও : শহীদ আফ্রিদি May 10, 2025
img
লেবু না কমলা : কোনটিতে বেশি ভিটামিন সি? May 10, 2025
img
ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রসহ জি-৭ দেশগুলোর May 10, 2025
img
বাংলাদেশের জিআই পণ্যের তালিকায় এবার হাজরাপুরী লিচু May 10, 2025
img
ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় May 10, 2025
img
ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল স্কুলছাত্রের May 10, 2025
img
আইপিএল-পিএসএলের পর এবার বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনিশ্চয়তায় May 10, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে জড়ো হচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা May 10, 2025