ঠাকুরগাঁওয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৭ জনের নামে পুলিশের মামলা

ঠাকুরগাঁওয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় সরকারি কাজে বাঁধা ও সরকারি কর্মচারীদের মারধরের অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১টায় মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) রনজু মিয়া।

তিনি বলেন, পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এজাহারে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, বুধবার ঠাকুরগাঁও সদর থানায় সহকারী উপপরির্দশক (এএসআই) রনজু মিয়া বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন—জেলা সদরের রহিমানপুর ইউনিয়নের আরাজী পাইক পাড়া এলাকার সাদেকুলের ছেলে মো. সজল (২৫), হোসেন আলীর ছেলে হুমায়ুন (২২), সুগার মিলের কর্মচারী মো. রমজান (৫৫), মো. বাদশা মিয়া (৩৫), সামছুল হকের ছেলে শাহাজাহান ওরফে শাহাজাহান মঙ্গলু (৪১), কালীতলা এলাকার আকতার (৪৮) ও মৃত মংলুর ছেলে মো. আমিরুল ইসলাম (৫৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে জেলা সদরের রহিমানপুর ইউনিয়নের আরাজি পাইকপাড়া গ্রামের সামছুল হকের ছেলে শাহাজাহান মঙ্গলুকে আটক করতে যান এএসআই মো. রনজু মিয়া ও মো. মাইদুল ইসলাম, ইউনুছসহ আরও কয়েকজনের একটি দল। এ সময় আসামিরা পুলিশকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ চিৎকার-চেচামেচি করে পরোয়ানাভুক্ত আসামি শাহাজাহান মংলুকে গ্রেপ্তারের বাধা সৃষ্টি করে এবং পুলিশের কাজে বাধা প্রদানসহ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে আসামি মো. সজল উত্তেজিত হয়ে বাঁশের লাঠি দিয়ে এএসআই মাইদুল ইসলাম ও বাদী রনজু মিয়াকে এলোপাতাড়িভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে।

এ ছাড়া আসামি মো. বাদশা মিয়া ও শাহাজাহানসহ ৫০/২০ জনের একটি দল কনস্টেবল ইউনুস আলীকে এলোপাতাথাড়ি কিলঘুষি মেরে জখম করে পুলিশের হেফাজতে থাকা আসামি শাহাজাহানকে ছিনিয়ে নিয়ে যায়। পরে থানায় বিষয়টি জানানো হলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করান।

এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামিরা একই উদ্দেশে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সরকারি কাজে বাধাদানসহ অভিযানে যাওয়া দলের সদস্যদের অবরুদ্ধ করে আক্রমণ ও পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ায় তারা ১৮৬০ সালের পেনাল কোড আইনের ১৪৩/১৮৬/৩৪১/৩৩২/৩৩৩/২২৪/২২৫/৩৫৩/১১৪/৩৪ ধারার অপরাধ করেছে। তাই চিকিৎসা শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সদর থানায় মামলা দায়ের করেন এএসআই রনজু মিয়া।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, পুলিশ হেফাজতে থাকা এক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে : প্রেস সচিব Jan 01, 2026
img
মসজিদে নববীতে চালু হলো নতুন হিদায়াহ ও দাওয়াহ কেন্দ্র Jan 01, 2026
img
রাজশাহী-৬ আসনে চাঁদের সম্পদ সাড়ে ৩২ লাখ, মামলা ৫৩টি Jan 01, 2026
img
বছরের প্রথম দিনে রাজশাহীর স্কুলে নতুন বই বিতরণ Jan 01, 2026
img
দীর্ঘ উপেক্ষার পর শেষ মুহূর্তে দল, আইপিএলে ঝড় তুললেন সরফরাজ Jan 01, 2026
img
ছাত্রদলের জন্য আফসোস প্রকাশ করলেন ডাকসু নেতা Jan 01, 2026
img
খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, ভালোবাসার প্রতিফলন: মির্জা ফখরুল Jan 01, 2026
শাকিব থেকে খালেদা জিয়া: সার্চ ট্রেন্ডে সবকিছু Jan 01, 2026
img
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালীনের পদত্যাগ Jan 01, 2026
img
মেসি এবং রোনালদোর কখনোই অবসর নেওয়া উচিত নয়: লুইস দে Jan 01, 2026
img
বিএনপি থেকে বহিষ্কার রুমিন ফারহানার মামলা ৪টি, সম্পদ কত? Jan 01, 2026
img
আরব আমিরাতে সব মসজিদে একই সময়ে জুমা আদায়ের নির্দেশ Jan 01, 2026
img
স্বামীর সঙ্গে ভিডিও প্রকাশ করলেন পিয়া বিপাশা Jan 01, 2026
img
পদত্যাগের একদিন পর একই পদে নিয়োগ পেলেন সায়েদুর রহমান Jan 01, 2026
img
জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার Jan 01, 2026
img
মুস্তাফিজকে নিয়ে অবস্থান স্পষ্ট করল বিসিসিআই Jan 01, 2026
img
স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ Jan 01, 2026
শোকের দিনে রাষ্ট্র ও মানুষের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান Jan 01, 2026
img
জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের উপর দায়িত্ব রেখে গেছে : আলী রিয়াজ Jan 01, 2026
img
অবৈধভাবে ‘ধুরন্ধর’ দেখার হিড়িক পাকিস্তানে Jan 01, 2026