জার্মান ফুটবলে বায়ার লেভারকুজেন কে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বানানো জাবি আলোনসো নিশ্চিত করেছেন, এই মৌসুমের শেষে তিনি লেভারকুজেন ছাড়বেন। তিনি বিদায় জানিয়ে বলেছেন, “প্রায় তিন বছরের সফল পথচলার পর লেভারকুজেন ছেড়ে চলে যাচ্ছি।”
তবে আলোনসোর পরবর্তী গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও স্পেনের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দাবি করছে, পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের ইতিহাসের পাতায় তার নাম রয়েছে, কারণ তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ক্লাবটির মিডফিল্ডে খেলে আছেন। সেখানেই তিনি সম্ভবত কোচ হিসেবে ফিরতে চলেছেন, কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে।
লেভারকুজেনের সফল মৌসুম:
বুন্দেসলিগা জেতা
অপরাজিত থাকার নজির
জার্মান কাপ জেতা
ইউরোপা লিগ ফাইনালে ওঠা
এই সাফল্যগুলোই রিয়াল মাদ্রিদকে আকৃষ্ট করেছে। এর পাশাপাশি, “হোমগ্রোন” ফ্যাক্টর হিসেবে তার রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় হিসেবে ঐতিহ্যও তাকে ক্লাবের কাছাকাছি নিয়ে আসতে পারে।
আলোনসোর রিয়াল মাদ্রিদ পরিসংখ্যান (২০০৯-২০১৪):
ম্যাচ: ২৩৬
গোল: ৬
অ্যাসিস্ট: ৩১
ট্রফি: ১টি চ্যাম্পিয়নস লিগ, ২টি কোপা দেল রে, ১টি লা লিগা
এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।