বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ঢাকাসহ ৬ জেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকাসহ ছয়টি জেলায় ‘সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়িতে একযোগে এই উৎসবের আয়োজন করা হবে।

বুদ্ধ পূর্ণিমা ১১ মে হলেও উৎসবটি আয়োজন করা হবে শনিবার (১০ মে)।

ঢাকার শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বেশ কয়েকজন উপদেষ্টা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নন্দনমঞ্চের অনুষ্ঠানে শুরুতেই থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত পরিবেশন করবে ডিফারেন্ট টাচ্ এবং শিল্পী সায়ান।

চট্টগ্রামের শিরীষ তলা সি আর বি-তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। সভাপতিত্ব করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

অনুষ্ঠানের শুরুতেই থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত ও নৃত্য পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। সংগীত পরিবেশন করবে ব্যান্ড দল ম্যাট্রিক্যাল ব্যান্ড। সবেশেষে মঞ্চ উঠবেন বিশিষ্ট সংগীতশিল্পী আসিফ আকবর।

কক্সবাজারের রামু উপজেলার খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। এতে সভাপতিত্ব করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। সাংস্কৃতিক পরিবেশনার শুরুতে থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত ও নৃত্য পরিবেশন করবেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী পারভেজ। সবশেষে মঞ্চ উঠবেন বিশিষ্ট সংগীতশিল্পী মিলা।

বান্দরবান রাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এবং বারন্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর। অনুষ্ঠানের শুরুতে থাকবে বৌদ্ধ সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় সমবেত কণ্ঠে মানবতাবাদী সংগীত ও নৃত্য। এরপর সংগীত পরিবেশন করবে স্থানীয় ব্যান্ডদল এবং সংগীতশিল্পী নোলক বাবু।

রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এবং রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুননাহার। সংগীত পরবিশেন করবেন জিকু মারমা ও তার দল। একক সংগীত পরিবেশন করবেন রাফি তালুকদার। সবশেষে মঞ্চে উঠবেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী বিউটি ও তার দল।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। অনুষ্ঠানে সংগীত পরিবেশেন করবেন অরণ্য ব্যান্ড, শান্তি দবেনাথ ও তার দল। এরপর সংগীত পরিবেশন করবেন শিল্পী রূপসা। সবশেষে মঞ্চে উঠবেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী রাজিব।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
১৯৭১ সালের পর প্রথমবার ভারতের গুজরাটে পাকিস্তানের হামলা May 10, 2025
img
আইপিএল-পিএসএলের পর এবার বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনিশ্চয়তায় May 10, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে জড়ো হচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা May 10, 2025
img
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা May 10, 2025
img
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, গণতন্ত্রের অন্তরায়—সারোয়ার তুষারের অভিযোগ May 10, 2025
img
তুরস্কের ড্রোন দিয়ে ভারত আক্রমণ, প্রশ্নের মুখে এরদোয়ান May 10, 2025
img
যিশুকে ভুলে কি নতুনের পথে নীলাঞ্জনা! May 10, 2025
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অপারেশন ‘বুনিয়ান মারসুস’, যেভাবে এলো নামটি May 10, 2025
‘স্বাধীন’ গণমাধ্যমে বিশ্বাসী ভারতই বন্ধ করল নিজ দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম! May 10, 2025
পাকিস্তানে নয়, ভারতের ছোড়া মিসাইল পড়ল নিজ দেশেই! May 10, 2025