বাংলাদেশের জিআই পণ্যের তালিকায় এবার হাজরাপুরী লিচু

টসটসে রসে ভরপুর মাগুরার হাজরাপুরী লিচু এবার পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি। গত ৩০ এপ্রিল এ স্বীকৃতি পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

২০২৩ সালের ২৩ আগস্ট মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে (ডিপিডিটি) আবেদন করা হলে সেটি জার্নালে অন্তর্ভুক্ত হয়। স্থানীয় জাতের এই লিচুর ডকুমেন্টেশন ও আবেদন প্রক্রিয়ায় সহায়তা করেছে ঢাকার ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)।

ইডিসির সদস্য জেনিস তানিয়া বলেন, “হাজরাপুরের লিচুর স্বাদ অন্য সব লিচুর চেয়ে আলাদা। আগাম ফলন হওয়ার কারণে ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হন।” তিনি জানান, জিআই স্বীকৃতির ফলে লিচুর ব্র্যান্ডিং, চাহিদা ও দেশের ভেতর সরবরাহে সুবিধা বাড়বে।

স্থানীয় সমাজসেবক শাহ নেওয়াজ এই স্বীকৃতিকে মাগুরাবাসীর জন্য গর্বের বলে উল্লেখ করেছেন। চাষি শরিফুল ইসলাম জানান, “আমরা বহু বছর ধরে লিচু চাষ করলেও কোনো স্বীকৃতি ছিল না। এবার তা পেলাম—এটা অত্যন্ত আনন্দের।” তিনি আশা প্রকাশ করেন, মাগুরার উন্নতমানের লিচু বিদেশে রপ্তানি হলে দেশের সুনাম ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত ৫৫টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে। এ তালিকায় এবার একসঙ্গে নতুন ২৪টি পণ্য যুক্ত হয়েছে, যার একটি হলো মাগুরার হাজরাপুরী লিচু। স্বীকৃতির পাশাপাশি চাষিরা সরকারি উদ্যোগে বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন।


এসএস/এসএন

Share this news on: