রিচার্লিসন ফিরছেন না এভারটনে

রিচার্লিসনের এভারটনে ফেরার গুজব উড়িয়ে দিলেন ময়েস বর্তমানে টটেনহামে খেলছেন রিচার্লিসন।

এভারটনের কোচ ডেভিড ময়েস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই গ্রীষ্মে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসনকে ক্লাবে ফেরানোর কোনো ইচ্ছা তার নেই।

রিচার্লিসন তিন বছর আগে ৬০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এভারটন থেকে টটেনহামে যোগ দেন। কিন্তু টটেনহামে যাওয়ার পর থেকে ধারাবাহিকতা ও ফিটনেস নিয়ে সংগ্রাম করেছেন এই স্ট্রাইকার।
সম্প্রতি কিছু রিপোর্টে দাবি করা হয়, ২৭ বছর বয়সী রিচার্লিসনকে এভারটনে ফেরাতে আগ্রহী ময়েস।

তবে এই গুজব উড়িয়ে দিয়ে ময়েস বলেন, ‘রিচার্লিসন খুব ভালো খেলোয়াড়, আমি তাকে পছন্দ করি। কিন্তু আমি একথা নিশ্চিত করে বলতে পারি, আমার পক্ষ থেকে এ বিষয়ে কোনো সত্যতা নেই।’
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত এভারটনের হয়ে রিচার্লিসন ১৫২ ম্যাচে ৫৩টি গোল করেছিলেন। এর আগে ওয়াটফোর্ড ও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে খেলেছেন তিনি।

এফপি/এস এন 

Share this news on: