আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণজমায়েতকে কেন্দ্র করে শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৩টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে ছাত্র-জনতা রাজধানীর শাহবাগে এসে যোগ দিচ্ছেন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে গণজমায়েতে অংশ নিতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ইসলামী বিভিন্ন দলসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগে আসছেন।সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে এই গণজমায়েতে অংশ নিতে দেখা যায়।
গণজমায়েতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এমআর/টিএ