চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ ডিগ্রি, রাস্তায় গলে পড়ছে পিচ

চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জেলার মানুষের জীবনযাত্রা। তীব্র রোদের তাপে তেঁতে উঠেছে প্রকৃতি। ক্রমান্বয়ে বাড়তে থাকা মাঝারি ধরনের এই তাপপ্রবাহে পুড়ছে পুরো জেলা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিকরা।

শনিবার (১০ মে) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা আদ্রতা ছিল ১৬ শতাংশ। যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

শুক্রবার (৯ মে) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৪ শতাংশ। যা ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

এর আগে, বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

আগামী ১৫ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। তিনি বলেন, আগামী সোমবার থেকে তাপমাত্রা একটু কমতে পারে। এছাড়া ১৫ মে পর্যন্ত তাপপ্রবাহ চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বৃষ্টির কোনো আভাস নেই।

এদিকে, তীব্র তাপপ্রবাহে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকরা অস্থির হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কৃষক ও খেটে খাওয়া মানুষ। শহরের কোর্টরোড-বড়বাজার সড়কে পিচ গলে যেতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা সড়ক বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী (সওজ) মুহাম্মদ মনজুরুল করিম বলেন, বিভিন্ন স্থানে পিচ গলে যাচ্ছে বলে জেনেছি। সেখানে আমরা বালু ছিটিয়ে দিচ্ছি। এতে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না। তবে রোদের এই তীব্রতা চলমান থাকলে যান চলাচলে সামান্য বিঘ্ন ঘটতে পারে। আমরা সব সময় তদারকি করছি যেন কোনো সমস্যা না ঘটে।

জেলা শহরের বিভিন্ন স্থানে শরবত তৈরি করা হচ্ছে। যা তীব্র গরমে চাহিদা বেড়েছে কেনাবেচার। পাশাপাশি ডাবেরও চাহিদা বেড়েছে।

একজন শরবত বিক্রেতা গণমাধ্যমকে বলেন, বেশ কয়েকদিন যাবত প্রচুর পরিমাণ শরবত বিক্রি হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে লোকের আনাগোনা কম হলেও সকাল বা বিকেলের দিকে আসছেন ক্রেতারা।
ডাব বিক্রেতা আকাশ বলেন, গরমে ডাবের চাহিদাও বেড়েছে। প্রকারভেদে ১২০ টাকা থেকে ১৭০ টাকা পর্যন্ত একটি ডাব বিক্রি করা হচ্ছে।

চুয়াডাঙ্গার সদরের বেলগাছি গ্রামের কৃষক সজিব উদ্দিন গণমাধ্যমকে বলেন, এখন ভুট্টা কাটার মৌসুম। প্রচণ্ড রোদে শ্রমিকরা কাজ করতে পারছেন না। গত কয়েকদিন যাবত শ্রমিকরা ফজরের আজানের আগে আসছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কাজ শেষ করে চলে যাচ্ছেন।

সদরের দীননাথপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গরমে ঘরের বাইরে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। আমার দুই বিঘা পানের বরজে অনেক ক্ষতি হচ্ছে। পানি দিয়েও কোনো লাভ হচ্ছে না। পান বাড়ছে না। পান পাতা ছোট হয়ে যাচ্ছে।

তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, তীব্র তাপপ্রবাহে বয়স্কদের হিট স্ট্রোকের ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। ৩৮ ডিগ্রি তাপমাত্রা পার হলেই ঝুঁকি থাকে। এ জন্য অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের না হতে পরামর্শ দেওয়া হচ্ছে। বেশি বেশি পানি, ও ফলমূল খেতে বলা হচ্ছে। শিশু-কিশোরদের ঘন পানি ও শরবত পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
রংপুরকে হারানোর পর প্রত্যেককে বোনাস দেওয়ার ঘোষণা রাজশাহীর Jan 02, 2026
img
শান্ত-মুশফিককে ধন্যবাদ দিলেন ম্যাচ জয়ী রিপন Jan 02, 2026
img
টাঙ্গাইলে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার Jan 02, 2026
img
চেনাব নদীতে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ফের দ্বন্দ্ব ভারত ও পাকিস্তানের Jan 02, 2026
img
আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭ Jan 02, 2026
img
জয়শঙ্করের সফর শুধু সৌজন্য নয়, রাজনৈতিক বার্তাও আছে : মাসুদ কামাল Jan 02, 2026
img
১০ ঘণ্টা পর শরীয়তপুর ও চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক Jan 02, 2026
img
রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে ইয়েমেনের এক বিমানবন্দর বন্ধ Jan 02, 2026
img
সদ্যপ্রয়াত দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান Jan 02, 2026
img
রুপা কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Jan 02, 2026
img
বছরশেষে বন্ধুত্বের সংজ্ঞা দিলেন অভিনেতা অভ্রজিত Jan 02, 2026
img
গোলাম পরওয়ারের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ, মোট সম্পদ ১ কোটির বেশি Jan 02, 2026
img
এই সপ্তাহে আকাশে দৃশ্যমান হবে বছরের প্রথম সুপারমুন ও উল্কাবৃষ্টি Jan 02, 2026
img
না ফেরার দেশে ছন্দের জাদুকর সুকুমার বড়ুয়া Jan 02, 2026
img
পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ Jan 02, 2026
img
নতুন বছরে কোনো প্রতিজ্ঞায় বিশ্বাসী নন অভিনেত্রী কনীনিকা Jan 02, 2026
img
আফ্রিকা কাপে ব্যর্থতা,পুরো জাতীয় দলকেই স্থগিত করল গ্যাবন Jan 02, 2026
img
রাশেদ খাঁনের আসনে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী Jan 02, 2026
img
রাষ্ট্রীয় শোকের শেষ দিনেও খালেদা জিয়ার কবরে মানুষের ঢল Jan 02, 2026
img
যশোরে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি Jan 02, 2026