খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, দেশে প্রায় ৩০ লাখ টন চালের প্রয়োজন হয়। সেই হিসেবে বর্তমানে খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ । বর্তমানে দেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে।
শনিবার (১০ মে) সকালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রেস্ট হাউজ সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলার খাদ্য মজুদ ও বিতরণ পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন।
তিনি আরও বলেন,বাংলাদেশে ৭০ লাখ মেট্রিক টন গমের চাহিদা রয়েছে। যার মধ্যে মাত্র ১০ লাখ মেট্রিক টন গম দেশে উৎপাদন হয়। আর বাকি ৬০ লক্ষ টন গম আমদানি করতে হয়।
উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের উত্তর অঞ্চল সহ রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া সহ চট্টগ্রামের কিছু অংশে ধানের ফসল খুব ভালো হয়েছে। তা থেকে আশা করা হচ্ছে সামনে আমাদের খাদ্যের সমস্যা হবে না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খাদ্য সংরক্ষণ করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গেল বছর হঠাৎ বন্যার কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল। কিন্তু একার তা হয়নি। তাই খাদ্য মজুদ নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
সভায় উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুগতি চাকমা প্রমুখ।পরে উপদেষ্টা কাপ্তাই খাদ্য গুদাম পরিদর্শন করেন।
এমআর/টিএ