সাই পল্লবীর ব্যতিক্রমী পছন্দ

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী আবারও খবরের শিরোনামে, তবে এবার কোনো নতুন ছবির জন্য নয়, বরং তার নেওয়া এক সাহসী সিদ্ধান্ত ঘিরে। থালাপাথি বিজয়ের সঙ্গে কাজের সুযোগ পাওয়া অনেকের স্বপ্ন হলেও, সেই সুপারস্টার অভিনীত ব্লকবাস্টার ‘লিও’র প্রস্তাব ফিরিয়ে দিয়ে বিস্ময় জাগিয়েছিলেন সাই। কেন এমন করেছিলেন তিনি? ঠিক কী ছিল সেই সিদ্ধান্তের নেপথ্যের গল্প? সে উত্তরে লুকিয়ে ছিল অভিনেত্রীর দৃঢ় অবস্থান, সংবেদনশীল পছন্দ এবং নিজস্ব শিল্পচেতনার স্পষ্ট প্রতিফলন।

ভারতীয় এক গণমাধ্যমে ২০২৩ সালের প্রতিবেদন থেকে জানা যায়, ‘গার্গি’খ্যাত এ অভিনেত্রীকে ‘লিও’ মুভির ‘সাথিয়া পার্থিবান’ চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। মুভির প্রধান চরিত্র পার্থিবানের স্ত্রী হিসেবেই তাকে দেখা যেত। যদিও এ বড় বাজেটের এবং উচ্চপ্রত্যাশিত সিনেমার অংশ হওয়া অনেকের কাছেই স্বপ্নের মতো মনে হতে পারে। কিন্তু সাই পল্লবী চরিত্রটির গভীরতা ও গুরুত্ব নিজের মাপকাঠিতে যথাযথ না হওয়ায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

সাই পল্লবীর মতে, তিনি এমন কাজ বেছে নেন যেখানে শুধু মুখ্য চরিত্র নয়, নারী চরিত্রের প্রতিও যথাযথ গুরুত্ব থাকে। একটি সিনেমায় অংশ নেওয়ার জন্য চরিত্রের গভীরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘লিও’তে সেই ভারসাম্যের অভাব থাকায় তিনি কাজটি না করার সিদ্ধান্ত নেন।

পরবর্তীকালে এ চরিত্রে অভিনয় করেন তৃষা কৃষ্ণান এবং সিনেমাটি মুক্তির পর বিশ্বব্যাপী প্রায় ৬২৩ কোটি রুপি আয় করে ইতিহাস তৈরি করে। এটি থালাপাথি বিজয়ের ক্যারিয়ারের অন্যতম বড় সফল মুভি হয়ে ওঠে। বর্তমানে বিজয় তার শেষ সিনেমা ‘জননায়ক’ নিয়ে ব্যস্ত, যা ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। এরপর তিনি পুরোপুরি রাজনীতিতে যোগ দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে সাই পল্লবী সম্প্রতি তেলেগু সিনেমা ‘থান্ডেল’-এ নাগা চৈতন্যের সঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এ ছাড়া আগামীতে তিনি হাজির হবেন বলিউডে রণবীর কাপুরের বিপরীতে, নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত ‘রামায়ণ’ মুভিতে, যার শুটিং বর্তমানে চলমান।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল May 11, 2025
সরকার আওয়ামী-লীগকে ব্যান করলে আপত্তি নেই বিএনপি-জামায়াতের May 11, 2025
ইতালির সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশ পিছিয়ে কেন? May 11, 2025
আ.লীগ নিষিদ্ধে রাজধানীতে যেন ঈদের আমেজ May 11, 2025
img
সরকার কি তামাশা শুরু করেছে? দল হিসেবে নিষিদ্ধ করে নাই: রাফি May 11, 2025
আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত-আখতার-মুসাদ্দিকরা May 11, 2025
কোনো দলকে নি'ষি'দ্ধ করার পক্ষে নন জি এম কাদের ও গয়েশ্বর May 11, 2025
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ May 11, 2025
img
উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে হাসনাতরা May 11, 2025
img
নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪ May 11, 2025