নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছে।
শনিবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, বিকেল থেকে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএনপি কমিটির কার্যক্রমে গতিশীলতা ও দলকে সংগঠিত করার লক্ষ্য স্থানীয় নেতাদের সঙ্গে জেলা বিএনপি মতবিনিময় সভা চলছিল। সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ তার বক্তব্যের এক পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন. আমরা বিগত দুর্দিনে দুঃসময়ে আন্দোলন সংগ্রামে কাউকেই খুঁজে পাইনি। এ সময় প্রতিবাদ জানান পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নাজমুল করিম নজু। একপর্যায়ে আব্দুল আজিজের লোকজন নজুকে ঘিরে ধরেন। এর জের ধরেই সভা মঞ্চের বাইরে থাকা জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল সমর্থকদের সঙ্গে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষসহ গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মো. আবু সাঈদ ও বিএনপি কর্মী আফতাব হোসেন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৪ জন হন বলে জানা গেছে।
উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, উত্তপ্ত পরিস্থিতিতে যখন দুই পক্ষের মধ্য ধাওয়া-পাল্টা চলছে, তখন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী সংঘর্ষ থামাতে সরাসরি দু'পক্ষের মাঝখানে গিয়ে দাঁড়ান এবং শান্ত করার চেষ্টা করেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, জেলা বিএনপি নেতাদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় সভা ঘিরে গুরুদাসপুরে আজকে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। সামান্য তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ঘটনা সঙ্গে যারা জড়িত তাদের আমরা মৌখিকভাবে সতর্ক করেছি। পরবর্তীতে দলীয় হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, বিএনপির মতবিনিময় সভায় নিজেদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে শর্ট গানের দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরআর