আগামীকাল ১১ মে, ২০২৫। ফুটবল জগতের অন্যতম এক লড়াই ‘এল ক্লাসিকো’। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই লড়াই হতে যাচ্ছে লা লিগা’র টাইটেল ডিসাইডার। কারণ— এখন পর্যন্ত লা লিগায় হয়েছে ৩৪টি ম্যাচ। আগামীকাল ম্যাচ ডে ৩৫। ইতোমধ্যে, পয়েন্ট টেবিলে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। মানে শীর্ষে থাকা বার্সেলোনা ৪ পয়েন্ট এগিয়ে রিয়ালের চেয়ে। কাল যদি রিয়াল হারে, তাহলে এরপর আর লিগ জয়ের আশা নেই বললেই চলে গ্যালাক্টিকোদের।
এদিকে, এল ক্লাসিকোতে বারবার হারেই চলেছে রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত তিনবার এই মৌসুমে বার্সার কাছে হেরেছে রিয়াল। কখনো ৪-০, কখনো ৫-২, কখনো আবার ৩-২।
অন্যদিকে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের কাছে সেমিফাইনালের দ্বিতীয় লেগে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে কাতালানরা। ফ্লিকের দলের কাছে ট্রেবল জেতার সুবর্ণ সুযোগ ছিল। তবে, এখন হিসাব ভিন্ন। চ্যাম্পিয়ন্স লিগে হেরে দলের প্লেয়ারদের মানুষিকভাবে কিছুটা বিপর্যস্ত দেখা গেলেও, দলটির কাছে লা লিগার শিরোপা জেতার সুযোগ রয়েছে। এর থেকে বড় কথা, পরিপক্ষ যদি হয় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, তাহলে লড়াইটা হবে দুর্দান্ত; এমনটাই আশা করছে বার্সা সমর্থকরা।
এছাড়াও মাদ্রিদের কাছে সুযোগ রয়েছে কোপা দেল রে’র হারের প্রতিশোধ নেয়ার। সেই সাথে লা লিগার পয়েন্ট টেবিলে গ্যাপ কমিয়ে আনার। সব মিলিয়ে বিশেষ এক ম্যাচ দেখার অপেক্ষায় ভক্তরা।
এমআর/টিএ