রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি জুটির ‘ভুলচুক মাফ’ সিনেমাটি গতকাল ৯ মে, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। মুক্তি সামনে রেখে চলছিল জোর প্রচারণা, এমনকি টিকিট বুকিংও হয়ে গিয়েছিল।
তবে শেষ মুহূর্তে এসে মুক্তির সিদ্ধান্ত বাতিল হয়ে নতুন তারিখ চূড়ান্ত হয় সিনেমাটির। যার ফলে ৬০ কোটি রুপি ক্ষতি হয়েছে বলেই দাবি পিভিআরের।
প্রযোজক সংস্থা ম্যাডক ফিল্মসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন পিভিআরের সিইও কমল গিয়ানচন্দানি। তবে পালটা ম্যাডক ফিল্মসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইনস্টাগ্রামে ম্যাডক ফিল্মসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ম্যাডক ফিল্মস এবং আমাজন এমজিএম স্টুডিওসের যৌথ সিদ্ধান্তে ‘ভুলচুক মাফ’ সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। আগামী ১৬ মে আমাজন প্রাইমে বিশ্বজুড়ে মুক্তি পাবে।
আমরা সবাই প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির জন্য অপেক্ষা করছিলাম। তবে দেশের পরিস্থিতি সবার আগে। এখন সিনেমাটি আর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। আগামী ১৬ মে ‘ভুলচুক মাফ’ মুক্তি পাবে ওটিটিতে।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি। বারাণসিতে হয়েছে ছবির শুটিং। ছবিতে রাজকুমার রাওয়ের চরিত্রের নাম রঞ্জন এবং ওয়ামিকার তিতলি।
এফপি/এস এন