ফেনীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেডের দাবিতে সমাবেশ

ফেনীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেড স্থাপনসহ ১১ দফা দাবিতে নাগরিক সমাবেশ করেছে অধিকার ভিত্তিক প্ল্যাটফর্ম ‘আমরা ফেনীবাসী’। শনিবার (১০ মে) দুপুরে ফেনী জেলা পরিষদে ড. সেলিম আল দীন মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকে অত্যন্ত গুরুত্ব বহনকারী জেলা ফেনীতে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। চব্বিশের ভয়াবহ বন্যায় এখানকার প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি ছিলেন। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার ৬৮৬ কোটি টাকা ছাড়িয়েছে। এতে প্রাণহানি ঘটে ২৯ জনের। বন্যার ভয়াবহতা দৃশ্যমান হওয়ার পরও পরশুরামের বল্লামুখাসহ অন্যান্য বাঁধের টেকসই নির্মাণ ও মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণ কাজ এখনো সম্পন্ন হয়নি। এতে আবারও বন্যাকবলিত হওয়ার শঙ্কায় রয়েছে ফেনীবাসী। এতদিন অতিবাহিত হলেও বন্যায় ক্ষতিগ্রস্তদের শতভাগ পুনর্বাসন নিশ্চিত করা হয়নি।

তারা বলেন, ফেনী ও পার্শ্ববর্তী জেলার অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের কোনো বিকল্প নেই। সবদিক থেকে সমৃদ্ধ হয়েও মেডিকেল কলেজ থেকে ফেনীবাসী বঞ্চিত। অনতিবিলম্বে ফেনীতে মেডিকেল কলেজ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, ফেনীকে দেশের নাভী বলা হয়ে থাকে। কিন্তু বিভিন্ন সময়ে ফেনী সীমান্তে নানা উত্তেজনা বিরাজ করলেও এ অঞ্চলে কোনো সেনানিবাস বা সেনা ব্রিগেড নেই। এতে করে ফেনীবাসী তথা দেশের সার্বভৌমত্ব রক্ষায় এখানে সেনা ব্রিগেড স্থাপন করতে হবে। এ ছাড়া দেশের নিরাপত্তা ও ভারতের আগ্রাসী মনোভাব বিবেচনায় নিয়ে সোনাগাজী-মিরসরাইতে ভারতকে দেওয়া অর্থনৈতিক অঞ্চল বাতিলের দাবি জানান তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও ধারণাপত্র পাঠ করেন আমরা ফেনীবাসীর প্রধান সংগঠক বাপার যুগ্ম সম্পাদক ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার‌। এতে স্বাগত বক্তব্য দেন প্ল্যাটফর্মের সহকারী প্রধান সংগঠক কেফায়েত শাকিল।

আমরা ফেনীবাসীর মুখপাত্র বুরহান ফয়সালের পরিচালনায় এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন মিস্টার, জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাংবাদিক আবু তাহের, আব্দুর রহিম, ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম হুমায়ুন কবির পাটোয়ারী, এবি পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ, ইসলামী ব্যাংকের এভিপি মনসুরুল আলম, চিকিৎসক হুমায়ুন কবির চৌধুরী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, এনসিপির সংগঠক শাহ ওয়ালিউল্যাহ মানিক, সংগঠক মোর্শেদ আলম, স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গনি রাসেল প্রমুখ।

১১ দফা দাবির মধ্যে রয়েছে– চব্বিশের বন্যার পুনর্বাসন ও আসন্ন বর্ষা মৌসুমে বন্যা মোকাবিলার প্রস্তুতির তথ্য প্রকাশ, ফেনীতে মেডিকেল কলেজ, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, সেনা ব্রিগেড স্থাপন, ভারতকে দেওয়া অর্থনৈতিক অঞ্চল সুবিধা বাতিল, মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণ, লালপোলে ফ্লাইওভার, আন্তঃনগর ট্রেনে ফেনীর জন্য আসন বৃদ্ধি, সব খাল ও জলাধার পুনরুদ্ধার।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল May 11, 2025
সরকার আওয়ামী-লীগকে ব্যান করলে আপত্তি নেই বিএনপি-জামায়াতের May 11, 2025
ইতালির সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশ পিছিয়ে কেন? May 11, 2025
আ.লীগ নিষিদ্ধে রাজধানীতে যেন ঈদের আমেজ May 11, 2025
img
সরকার কি তামাশা শুরু করেছে? দল হিসেবে নিষিদ্ধ করে নাই: রাফি May 11, 2025
আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় যা বললেন হাসনাত-আখতার-মুসাদ্দিকরা May 11, 2025
কোনো দলকে নি'ষি'দ্ধ করার পক্ষে নন জি এম কাদের ও গয়েশ্বর May 11, 2025
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ May 11, 2025
img
উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে হাসনাতরা May 11, 2025
img
নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪ May 11, 2025