দাশো খারমা হামু দর্জিকে ঢাকায় নতুন রাষ্ট্রদূত মনোনীত করেছে ভুটান। তিনি সাবেক রাষ্ট্রদূত রিনচেন কুয়েনৎসিল-এর স্থলাভিষিক্ত হবেন।
শনিবার (১০ মে) রাতে ঢাকার ভুটান দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়।
দূতাবাস জানায়, নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে ঢাকায় পৌঁছেছেন। এরইমধ্যে তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রদূত বাংলাদেশ ছাড়াও কোরিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
ঢাকায় রাষ্ট্রদূত নিয়েোগর আগে দাশো খারমা হামু দর্জি ভুটানের রয়েল সিভিল সার্ভিস কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
টিকে/এসএন