ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-পুরুষ ও শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এ সময় ৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক কারবারিকেও আটক করা হয়।
আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। তারা মাদারীপুর, খুলনা, ঝিনাইদহ, নোয়াখালী জেলার বাসিন্দা।
শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর থেকে বিকেল পর্যন্ত পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, খোশালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। এ সময় ৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদককারবারিকেও আটক করা হয়।
জব্দ মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।
এসএম/এসএন