আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে। মুক্তির তালিকায় ইতিমধ্যে অনেকগুলো সিনেমারই নাম শোনা গেছে। এবার সেই লড়াইয়ে যুক্ত হতে যাচ্ছে নতুন আরেক সিনেমা। ফ্যামিলি ড্রামা ঘরানার ‘উৎসব’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ‘কাইজার’খ্যাত নির্মাতা তানিম নূর।
জানা গেছে, কিংবদন্তি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারোল’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘উৎসব’ সিনেমাটি। ‘আ ক্রিসমাস ক্যারোল’-এর বাংলা ভার্সন হবে এটি। এর মধ্যে সিনেমাটির শুটিংও শেষ হয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। শুধু এক দিনের প্যাচ ওয়ার্ক বাকি রয়েছে বলেও জানা গেছে।
ফ্যামিলি ড্রামা, কমেডি, রোমান্স এবং হররের মিশেলে নির্মিত এই সিনেমার গল্প ঈদকে ঘিরে। চমকপ্রদ বিষয় হলো, সিনেমাটিকে দেখা যাবে এক ঝাঁক তারকাকে। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপি করিম, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতিসহ আরো অনেকেই। একাধিক ঘনিষ্ঠ সূত্র কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, আগামী ১৩ মে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতা-প্রযোজকরা। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঈদুল আজহায়।
এমআর/টিএ