চট্টগ্রাম মহানগরীতে চলমান ডেভিল হান্ট অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্যকে গ্রেফতার করেছে সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ। গতকাল শনিবার ( ১০ মে ) সন্ধ্যায় সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ষোলশহর ২নং গেইট বিপ্লব উদ্যান সংলগ্ন ফিনলে স্কয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা দলবদ্ধভাবে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে শক্তি প্রর্দশন করার অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।