ফরিদপুরের গোয়ালচামটে শ্রীধাম শ্রীঅঙ্গন মন্দিরের সামনে থেকে চারজন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। পরে তাদের মধ্যে দুইজনকে সাত দিন করে এবং বাকি দুইজনকে পাঁচ দিন করে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।
শনিবার (১০ মে) দুপুরে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে ওই চার চাঁদাবাজকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া চাঁদাবাজরা হলেন- ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ী মহল্লার বাসিন্দা ইসমাইল বিশ্বাসের ছেলে আলী নেওয়াজ বিশ্বাস (২৮), একই মহল্লার সেলিম শেখের ছেলে শেখ আল মামুন মিয়া (২১) সোনাই শেখের ছেলে সোহাগ শেখ (২২), শহরের সিংপাড়া মহল্লার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে সামিউল ইসলাম ওরফে শাওন (১৯)। পরবর্তী সময়ে ফরিদপুর জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সেনাবাহিনীর আভিযানিক দল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে গত কয়েকদিন ধরে শ্রীধাম শ্রীঅঙ্গন মন্দিরের সামনে গাড়ি থামিয়ে প্রতিটি গাড়ি থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করছিল ওই চাঁদাবাজরা। শনিবার ওই স্থানে সেনাবাহিনীর গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে ঘটনাটি সত্য প্রমাণিত হলে মন্দিরের সামনে চাঁদাবাজ ধরতে অভিযান চালানো হয়। ওই অভিযানে চারজন চাঁদাবাজকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেফতার করে সেনাবাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান বলেন, আদালত অপরাধের ধরন বিবেচনা করে আলী নেওয়াজ বিশ্বাস ও শেখ আল মামুন মিয়াকে সাত দিন করে এবং সোহাগ শেখ ও সামিউল ইসলামকে পাঁচ দিন করে কারাদণ্ড প্রদান করেন। পরে কারাদণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়।
আরএম/এসএন