প্রেমের গুঞ্জনের মাঝেই বিজয়কে নিয়ে রাশমিকার পোস্ট

দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম গুঞ্জন বহুদিনের। তবে ইন্ডাস্ট্রিতে তাদের প্রেম নিয়ে নানা কথা রটলেও, দুজনের কিন্তু মুখে কুলুপ। তবে দুইজনের প্রেম চর্চার মাঝেই বিজয় দেবেরকোন্ডার ৩৬তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালেন রাশমিকা। রাশমিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে বিজয়ের একটি সুন্দর ছবিও পোস্ট করেছেন।

ছবিতে, বিজয় ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। জলপাই সবুজ রঙের পোশাক এবং বেইজ রঙের গরম পোশাক পরেছে। তার কপালে ছিল লাল টিকা। ছবিটি শেয়ার করে রাশমিকা লিখেছিলেন, ‘আমি আবারও অনেক দেরি করে ফেলেছি, কিন্তু শুভ জন্মদিন বিজু।’ পাশে সাদা হার্ট ও ফুলের ইমোজি।

নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিটি রি-পোস্ট করে বিজয় লিখেছেন, ‘আমি আশা করি তোমার দিনগুলিও আশীর্বাদ, ভালোবাসা, আনন্দ, স্বাস্থ্য, সম্পদ, শান্তি এবং অন্য সবকিছুতে ভরে উঠুক। তোমার সমস্ত ইচ্ছাপূরণ হোক!’

রাশমিকা এবং বিজয় দীর্ঘদিন ধরেই ডেটিং করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে তারা এখনও কেউই প্রকাশ্যে এই জল্পনায় সিলমোহর দেয়নি। কিন্তু তাতে কী? তাদের মাঝে মাঝেই একসঙ্গে নানা জায়গায় দেখা যায়।

গত মাসে, রাশমিকা ২৯ বছরে পা দিলেন। তিনি ওমানের সমুদ্র সৈকত ছুটি কাটানোর কিছু ছবিও শেয়ার করেন। আর তার সেই ছবিগুলির প্রেক্ষাপটের সঙ্গে অদ্ভুতভাবেই মিলে যায় বিজয়ের সমুদ্র সৈকতে উপভোগ করার ছবিগুলির প্রেক্ষাপট। আর সেখান থেকে নেটিজেনরা অনুমান করে নেন যে রাশমিকা এবং বিজয় ওমানে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন।

এসএন 

Share this news on: