সমাজমাধ্যম জুড়ে শুধুই উদ্যাপন। মে মাসের দ্বিতীয় রবিবার সারা বিশ্বের সঙ্গে ভারতেও পালিত হল মাতৃদিবস। রুপোলি দুনিয়ার তারকারাও তাঁদের মা এবং শাশুড়ি মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ ছবি দিয়েছেন তাঁদের সঙ্গে, কেউ লিখেছেন মন কেমন করা বার্তা। আবার অনেকে কেক কেটে করেছেন উদ্যাপন, ভিডিয়ো ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। যেমন কাজল। তবে শুধু আনন্দ নয়, কাজল রেখেছেন বিশেষ বার্তাও।
রবিবার বিকেলে ইনস্টাগ্রামে দু’টি ছবি আর একটি ভিডিয়ো ভাগ করে নেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে তনুজা আর বীণা দেবগনের মাঝখানে দাঁড়িয়ে কাজল। প্রথম ছবিতে তিনি শাশুড়ি বীণার মাথায় গাল ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর দ্বিতীয় ছবিতে তনুজার মাথায় রাখছেন স্নেহচুম্বন। কিন্তু কাজলের ভাগ করে নেওয়া ভিডিয়োটিতেই লুকিয়ে রয়েছে আসল মজা।
ক্যাপশনে কাজল লিখেছেন “আমার জীবনের দুই দুর্দান্ত প্রফুল্ল মা-কে জানাই মাতৃদিবসের শুভেচ্ছা।” তবে এখানেই শেষ নয়, কাজল জানিয়েছেন, “পুনশ্চ: কোনও প্লাস্টিক খাওয়া হয়নি, শুধুই সুস্বাদু কেক।” হ্যাশট্যাগে মা, শাশুড়ির উল্লেখের পাশাপাশি প্লাস্টিক পুনর্ব্যবহারের বার্তাও দিয়েছেন।
কিন্তু ঠিক কী ঘটেছিল?
কাজলের ভাগ করে নেওয়া ভিডিয়োতে দেখা যায়, খাবার টেবিলে বসে বীণা এবং তনুজা। তাঁদের সামনে রাখা তিনটি কেক— একটি চকোলেট, একটি ছোট কেক, আর একটি সম্ভবত আমের স্বাদের। বীণা আর তনুজা প্রথমেই ছোট কেকটি কাটেন, যার উপর লাল অক্ষরে লেখা ছিল ‘মম’ (মা)। তার পর বীণা চকোলেট কেকটি কাটেন এবং ছুরি নিয়ে প্রায় ঝাঁপিয়ে পড়ে হলুদ কেকটি কাটতে যান। প্রায় আঁতকে উঠে বলেন, “আরে এ তো প্লাস্টিক!” একই ভাবে কাজলও বলতে শুরু করেন, “প্লাস্টিক, প্লাস্টিক!” পরে জানা যায়, আসলে সেটি কেক নয়, সম্ভবত প্লাস্টিক দিয়ে তৈরি কেকের মতো দেখতে গৃহসজ্জার উপকরণ।
মাতৃদিবসে প্রকৃতি মায়ের রক্ষার বার্তাও দিলেন কাজল।
এসএন