ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশর এলাকা থেকে লিটন মিয়া (২০) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) রাত ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত লিটন মিয়া শহরের বনানীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিটন মিয়া প্রতিদিনের মতো সকালে রিকশা নিয়ে বের হন। রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশর এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি আরও বলেন, নিহতের গলা ও এক হাতের কবজি কাটা ছিল। ঘটনাস্থল থেকেই তার ব্যবহৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত খুন, ডাকাতি না পূর্বশত্রুতার জেরে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এফপি/এস এন