‘তোমার হলো শুরু, আমার হলো সারা’– আর কয়েকদিন পরই হয়তো সাবেক দুই গুরু-শিষ্য একে অপরকে এই কথা বলতে পারবেন। রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হতে চলেছে কার্লো আনচেলত্তির। বিপরীতে তারই সাবেক শিষ্য জাবি আলোনসো লস ব্লাঙ্কোসদের দায়িত্ব নিতে যাচ্ছেন। খুব বড় কোনো চাঞ্চল্যকর কিছু না ঘটলে এর ভিন্ন দৃশ্যের সম্ভাবনা কম। তাই হয়তো আগেভাগেই রিয়ালের পরবর্তী কোচ আলোনসোকে বার্তা দিয়ে দিলেন আনচেলত্তি।
আজ রোববার ( ১১ মে ) রাত সোয়া ৮টায় লা লিগায় মৌসুমের শেষ এল-ক্লাসিকোয় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সম্ভবত এটাই হতে যাচ্ছে আনচেলত্তির ক্যারিয়ারের শেষ এল-ক্লাসিকো। এই ম্যাচের ওপর নির্ভর করছে মাদ্রিদের ক্লাবটির লা লিগা শিরোপা। চিরপ্রতিদ্বন্দ্বী কাতালানদের কাছে তারা চলতি মৌসুমে দুটি শিরোপা খুইয়েছে। ফলে রিয়ালের জন্য সবেদন নীলমণি হতে পারে লা লিগার ট্রফি। তেমনটা ঘটলে রিয়ালে কার্লোর বিদায়টাও কিছুটা রঙিন হতে পারে!
অন্যদিকে, রিয়ালের সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আলোনসো ক্লাবটির কোচ হওয়ার আলোচনা চলছে কয়েক বছর ধরে। আনচেলত্তির পর তার কাঁধেই সান্তিয়াগো বার্নাব্যু ক্লাবের ম্যানেজার পদের ভারটা উঠবে বলে ধরে নিয়েছেন সবাই। গত শুক্রবার বায়ার লেভারকুসেনের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েই কার্যত সেই পথেই হাঁটলেন ৪৩ বছর বয়সী আলোনসো। মৌসুম শেষেই জুনে তার সঙ্গে জার্মান ক্লাবটির চুক্তির মেয়াদ ফুরোবে। এরপরই তার গায়ে উঠতে যাচ্ছে রিয়ালের আইকনিক সাদা জার্সি। যে জার্সিতে তিনি একসময় আনচেলত্তির অধীনে ৪৪ ম্যাচ খেলেছেন।
আনচেলত্তি রিয়ালের ডাগআউটে শেষবারের মতো দাঁড়াবেন আগামী ২৫ মে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি ক্লাবটির দায়িত্ব ছাড়বেন বলে জানা গেছে। এর আগেই গতকাল সংবাদ সম্মেলনে রিয়ালের আসন্ন কোচের জন্য দুয়ারটা খুলে দেন এই ইতালিয়ান টেকনিশিয়ান, ‘আমি তার (আলোনসোর বায়ার লেভারকুসেন ছাড়ার) ঘোষণা শুনেছি। যেখানে সে অবিশ্বাস্য কাজ করেছে। তার জন্য দরজা খোলা আছে, কারণ সে প্রমাণ করেছে যে সে বিশ্বসেরাদের মধ্যে একজন।’
রিয়ালের সঙ্গে হানিমুন বা সুখের মুহূর্ত কখনোই শেষ হবে না বলেও উল্লেখ করেন আনচেলত্তি, ‘এই ক্লাবের সঙ্গে হানিমুন কখনোই শেষ হওয়ার নয়। এটি চলতে থাকবে, রিয়াল মাদ্রিদ অনেকটা (এসি) মিলানের মতো, ক্লাবগুলো আমার হৃদয়ে রয়ে গেছে। যদি কোচ হিসেবে হানিমুনের কথা আপনি জিজ্ঞেস করেন, এর উত্তর আমার জানা নেই, কিন্তু এখানে কাটানো সময় ও সম্পর্কগুলোর জন্য সেটি চলমান থাকবে। যখন চাপ কমে আসে, তখন ভালোবাসা বেড়ে যায়। মাদ্রিদের সঙ্গে আমার হানিমুন আমার জীবনের শেষ দিন পর্যন্ত চলবে।’
এই মৌসুমে তিনটি এল ক্লাসিকোর সবকটিতেই হেরেছে আনচেলত্তির দল। আরেকবার বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের সম্ভাব্য এই কোচ জানান, ‘এ ধরনের ম্যাচে আপনাকে সবকিছুই করতে হবে। আপনাকে ভালো রক্ষণ সামলাতে হবে, কারণ তারা (বার্সা) এমন এক দল যারা আপনার অর্ধেই রীতিমতো চাপ দিতে চাইবে। আবার যখন আপনি বল পাবেন তখন তাদের দুর্বলতা কাজে লাগাতে হবে ঠিকঠাক, কারণ কোনো দলই পারফেক্ট নয়। এখানে অনেক ঝুঁকি আছে। যদি বার্সেলোনা জিতে, তাদের (লা লিগা জয়ের) সম্ভাবনা বেশি। আর আমরা জিতলে লিগ উন্মুক্ত হয়ে যাবে, তখন যেকোনো কিছুই ঘটতে পারে।’
প্রসঙ্গত, কেবল রিয়ালেই নয়, বায়ার্ন মিউনিখেও আনচেলত্তির অধীনে খেলেছেন আলোনসো। জার্মান ক্লাবটিতে গুরু-শিষ্যের জুটি ছিল ৩৮ ম্যাচে। সবমিলিয়ে আনচেলত্তির অধীনে দুই ক্লাবে ৮২টি ম্যাচ খেলেছেন আলোনসো। যেখানে সাবেক এই স্প্যানিয়ার্ড মিডফিল্ডার ২টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেন। কোচিং ক্যারিয়ারে তিনি ইতিহাস গড়ে বায়ার লেভারকুসেনকে দুটি শিরোপা জেতান গত মৌসুমে। বুন্দেসলিগায় ছিলেন অপরাজিত চ্যাম্পিয়ন।
আরএম/এসএন