মর্গে পড়ে ছিল মেয়ের দেহ, বিল মেটায়নি শ্বশুরবাড়ি: মৌসুমীর অভিযোগ

২০১৯ সালে বড় মেয়ে পায়েলকে হারানোর পর দীর্ঘদিন শোনা যাচ্ছিল, মেয়ে যখন মৃত্যুর সঙ্গে লড়ছিল, তখন নাকি তাকে একবারের জন্যও হাসপাতালে দেখতে যাননি অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। পায়েলের শ্বশুরবাড়ির তরফে এমন অভিযোগ তোলা হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় মৌসুমী চুপ ছিলেন।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌসুমী মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, পায়েলকে মর্গে রাখা হয়েছিল কারণ শ্বশুরবাড়ির লোকেরা হাসপাতালের বিল পরিশোধ করেনি।

মৌসুমী বলেন, “যখন হাসপাতালে পৌঁছাই, পায়েল তখন চলে গেছে। মর্গে রাখা হয়েছিল তার দেহ। আমি সেই সময় সব ঝামেলা মেটিয়েছি। যা গেছে, তা আর ফেরানো সম্ভব নয়। সন্তানের মৃত্যু কখনোই সহজভাবে গ্রহণ করা যায় না।”

মৌসুমী আরও জানান, তার ছোট মেয়ে মেঘা পায়েলকে দ্বিতীয় মা হিসেবে গণ্য করতো এবং দিদির মৃত্যু তার জন্যও এক বড় ক্ষতি ছিল।

স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়ও মেনে নিতে পারেননি পায়েলের মৃত্যুকে। তিনি বলেন, “এই শূন্যতা কখনো পূর্ণ হবে না।”

পায়েলের স্বামী ডিকি সিনহার সঙ্গে মৌসুমীর পরিবারের সম্পর্ক খুব ভালো ছিল না। ২০১৮ সালে মৌসুমী আদালতে পায়েলের আইনত অভিভাবক হওয়ার আবেদন করেছিলেন।

পায়েল ছোটবেলা থেকেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন এবং মৃত্যুর আগে দুই বছর কোমায় ছিলেন। মৌসুমীর অভিযোগ, শ্বশুরবাড়ির পক্ষ থেকে পায়েলের যথাযথ চিকিৎসা করা হয়নি এবং তার খেয়ালও ঠিক মতো রাখা হয়নি। পায়েলের মৃত্যুর পর দুই পরিবারের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জাতীয় দল থেকে আবারও বাদ পড়তে পারেন মোহাম্মদ শামি May 12, 2025
img
ফেসবুক-ইউটিউবে পক্ষে কথা বললেই গ্রেফতার May 12, 2025
img
গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী May 12, 2025
img
ছত্তিশগড়ে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩ জনের May 12, 2025
img
‘পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি’ May 12, 2025
img
সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোনো স্লোগান দেয়া হয়নি জানিয়ে এনসিপির বিবৃতি May 12, 2025
img
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল May 12, 2025
img
ভাড়ার জন্য বাড়ি খুঁজছেন তারেক রহমান, দেশে আসবেন অচিরেই : এম এ মালেক May 12, 2025
img
৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা, সতর্কতা জারি May 12, 2025
img
সবাইকে কর্মের ফল ভোগ করতে হবে : লুবাবা May 12, 2025